নারায়ণগঞ্জ প্রতিনিধি : নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের কাউন্সিলর ও প্যানেল মেয়র নজরুল ইসলামসহ সাতজনকে অপহরণ এবং পরে খুন করার ঘটনায় জড়িত অপরাধীদের গ্রেফতারে ছয় সদস্যের কমিটি গঠন করা হয়েছে।

নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) শহিদুলকে প্রধান করে এ কমিটি গঠন করা হয়েছে। যত শিগগির সম্ভব অপহরণকারী ও খুনিদের গ্রেফতার করাই হবে এ কমিটির কাজ।

এদিকে নজরুল ইসলামের লাশের ময়নাতদন্তের পর নারায়ণগঞ্জের সিভিল সার্জন দুলাল চন্দ্র চৌধুরী সাংবাদিকদের বলেন, ‘ময়নাতদন্তের সময় আমি উপস্থিত ছিলাম। ছয়জনকে একইভাবে খুন করা হয়েছে। প্রত্যেকের মাথায় আঘাতের চিহ্ন রয়েছে। আঘাত করার পর তাদের শ্বাসরোধ করে হত্যা করা হতে পারে।’

এদিকে সকাল ১১টায় মৌচাক মোড়ে জানাজা অনুষ্ঠিত হয়। জানাজা পড়ান স্থানীয় ঈদগাহ মসজিদের ইমাম আবদুল আওয়াল। জানাজা শেষে নজরুল ইসলামকে তার পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।

(ওএস/এইচআর/মে ০১, ২০১৪)