বগুড়া প্রতিনিধি: স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা মন্ত্রণালয়ের মন্ত্রী, আওয়ামীলীগের প্রেসিডিয়াম সদস্য আলহাজ্ব মোহাম্মাদ নাসিম বলেছেন গত ৫ জানুয়ারি নির্বাচন বানচাল করতে বিএনপি ও জামায়াত জোট দেশের মন্দিরে, মসজিদে হামলা চালিয়েছে, আওয়ামীলীগের নেতাকর্মীদের বাড়িতে আগুন দিয়েছে।

বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার উদ্দ্যেশ্যে তিনি বলেন, সুষ্ঠু নির্বাচনের জন্য আওয়ামীলীগের পক্ষ থেকে ট্রেন ছাড়া হয়েছিল উঠতে পারেননি। এবার নির্বাচনের ট্রেন ধরতে স্টেশনে দাঁড়িয়ে থাকেন আগামী ২০১৯ সাল পর্যন্ত। নির্বাচনের ট্রেনে ওঠার প্রস্তুতি গ্রহণ করুন এর আগে সুযোগ নাই। তারেক রহমান হাওয়া ভবন করে বগুড়াকে ডুবিয়েছিলেন, আর ডুবানোর চেষ্টা দেশের জনগণ মেনে নিবেনা।

তিনি আরো বলেন, বর্তমান সরকার এদেশ থেকে দারিদ্র বিমোচন করছে, জঙ্গীদমন করেছে এবং জনগণের সু চিকিৎসার জন্য গ্রামে গ্রামে সাড়ে ৬ হাজার ডাক্তার দিয়েছেন। আরো ১০ হাজার সেবিকা নিয়োগ দেওয়া হবে। বগুড়ার মোহাম্মদ আলী হাসপাতালের বেড বাড়ানো পাশাপাশি অতি দ্রুত চিকিৎসার আধুনিক সরাঞ্জামাদি দিয়ে আধুনিকায়ন করা হবে।

বিএনপি জামায়াত জোট নির্বাচনের নামে পুলিশ-বিডিআর মেরে রাজনৈতিক কর্মকান্ড চালায় তারা কোনদিন দেশের উন্নয়ন করতে পারবেনা। তাই অতীতের ভুল সংশোধন করে জনগণের কাছে ক্ষমা চেয়ে আগামী নির্বাচনে আসেন। জনগণ যে রায় দিবে আমরাও মেনে নিবো।

শনিবার বেলা দেড়টায় বগুড়ার শেরপুর উপজেলা টাউনক্লাব পাবলিক লাইব্রেরী মহিলা অনার্স কলেজের নতুন ভবনের উদ্বোধন, ছাত্রীদের নবীণ বরণ এবং দুপুর পৌনে তিনটায় বগুড়া মোহাম্মদ আলী হাপাতাল চত্বরে জেলা স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা ও কর্মচারি পরিষদের সমাবেশ, বিকেল ৪ টায় বগুড়ার হোটেল নাজ গার্ডেনে বাংলাদেশ মেডিকেল এ্যাসোসিয়েশন (বিএমএ) বগুড়া জেলা শাখা আয়োজিত রাজশাহী বিভাগীয় চিকিৎসক সমাবেশ এবং বিকেল সাড়ে ৫ টায় ধুনটে বিশাল জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

দুপুরে তিনি বগুড়া মোহাম্মদ আলী হাসপাতাল পরিদর্শন শেষে হাসপাতাল চত্ত্বরে জেলা স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা ও কর্মচারিদের সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন।

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন বগুড়া-৫ আসনের এমপি আলহাজ্ব হাবিবর রহমান, বিরোধী দলীয় হুইপ ও বগুড়া সদর আসনের এমপি নুরুল ইসলাম ওমর, নাটোর সদর আসনের এমপি শফিকুল ইসলাম শিমুল, জেলা আওয়ামীলীগ সভাপতি আলহাজ্ব মমতাজ উদ্দিন, সাধারণ সম্পাদক আলহাজ্ব মজিবর রহমান মজনু, জেলা প্রশাসক শফিকুর রেজা বিশ্বাস, পুলিশ সুপার মোজাম্মেল হক পিপিএম, বিএমএ রাজশাহী বিভাগীয় সহ সভাপতি ডা: তবিবুর রহমান, বিএমএ বগুড়ার সাধারণ সম্পাদক ডা: রেজাউল আলম জুয়েল।

শেরপুর মহিলা অনার্স কলেজের অনুষ্ঠানে বগুড়া জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব মজিবর রহমান মজনু সভাপতিত্ব করেন। সমাবেশে সভাপতিত্ব করেন সংগঠনের নেতা এনামুল হক। বগুড়ার হোটেল নাজ গার্ডেনে বাংলাদেশ মেডিকেল এ্যাসোসিয়েশন (বিএমএ) বগুড়া জেলা শাখা আয়োজিত রাজশীহী বিভাগীয় চিকিৎসক সমাবেশে সভাপতিত্ব করেন মোস্তফা আলম নাননু। শেষে ধূনটের মথুরাপুরে জিএমসি কলেজ মাঠে এক বিশাল জনসভায় স্বাস্থ্য মন্ত্রী বক্তব্য রাখেন। শেরপুর-ধুনট নির্বাচনী এলাকার সংসদ সদস্য আলহাজ্ব হাবিবর রহমান সহ অন্যান্য নেতৃবৃন্দ সমাবেশে বক্তব্য রাখেন।

(এএসবি/এসসি/নভেম্বর ৮,২০১৪)