স্টাফ রিপোর্টার : আগামী ১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস ও ১৬ ডিসেম্বর বিজয় দিবস উপলক্ষে পাবনার ঈশ্বরদীর আরামবাড়ীয়ায় আওয়ামী লীগের যৌথ বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৯ ডিসেম্বর) বিকালে সাঁড়া ইউনিয়ন আওয়ামী লীগের আয়োজনে দলটির নিজস্ব কার্যালয় প্রাঙ্গনে এ সভা অনুষ্ঠিত হয়। 

সাঁড়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি জমশেদ আলি সরকারের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন পাবনা জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও পাবনা- ৪ (ঈশ্বরদী-আটঘরিয়া) আসনের নৌকার মাঝি গালিবুর রহমান শরীফ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ঈশ্বরদী উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব নায়েব আলি বিশ্বাস।

সাজেদুল করিম সাধুর সঞ্চালনায় সভায় আরো বক্তব্য রাখেন ঈশ্বরদী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব আবুল কালাম আজাদ মিন্টু, সাঁড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এমদাদুল হক রানা সসরদার, পাবনা জেলা আওয়ামী লীগের মহিলাবিষয়ক সম্পাদক মাহাজেবিন শরীফ পিয়া।

এসময় উপস্থিত ছিলেন গোলাম মোস্তফা চান্না মন্ডল, জহুরুল হক পুনো, আতিয়া ফেরদৌস কাকলি, রতন মহলদার, শফিউল আলম বিশ্বাস, আজিজুর রহমান চঞ্চল।

এছাড়া আরো উপস্থিত ছিলেন সাঁড়া ইউনিয়ন আওয়ামী লীগের ৯টি ওয়ার্ড এর সভাপতি ও সাধারণ সসম্পাদকবৃন্দ। সভায় ইউনিয়ন কৃষকলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক সহ ইউনিয়ন যুবলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক উপস্থিত ছিলেন।

ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক সহ জাতীয় রিকশা ভ্যান শ্রমিকলীগের সভাপতি সাধারণ সম্পাদক ও সেচ্ছাসেবকলীগের দুইজন যুগ্ম আহবায়ক বর্ধিত সভায় উপস্থিত ছিলেন।

সভায় ঈশ্বরদী উপজেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ ও সাঁড়া ইউনিয়ন আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ সহ অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

সভায় বক্তারা শহীদ দিবস ও বিজয় দিবস পালনের দিক নির্দেশনা দেন। এসময় মুক্তিযুদ্ধের চেতনায় দেশকে এগিয়ে নিতে শেখ হাসিনার হাতকে আরো শক্তিশালী করতে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে বলে নেতা-কর্মীদের প্রতি আহ্বান জানান বক্তারা।

(এসপি/এসপি/ডিসেম্বর ০৯, ২০২৩)