মাগুরা প্রতিনিধি :বাংলাদেশ পুলিশের অতিরিক্ত আইজিপি এ কে এম শহিদুল হক বলেছেন- ‘ আন্দোলনের নামে বোমা মেরে সাধারণ মানুষের পাশাপাশি ১৭ জন পুলিশকে হত্যা করা হয়েছে।

কমিউনিটি পুলিশিং এর মাধ্যমে প্রতিরোধ গড়ে তুললে এ ধরণের ঘটনা আর ঘটবে না।

এছাড়া মাদক, নারী নির্যাতন, ইভটিজিং, ও শিশু নির্যাতনসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকান্ড বিষয়গুলো কমিউনিটি পুলিশিং এর মাধ্যমে জনসচেতনতা তৈরী করে সহজেই বন্ধ করা সম্ভব। কেননা বোমা মেরে সরকার পরিবর্তন করা যায় না।’

তিনি ৮ নভেম্বর সন্ধ্যায় মাগুরার শ্রীপুর উপজেলা ডিগ্রী কলেজ মাঠে কমিউনিটি পুলিশিং সমাবেশ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

অনুষ্ঠানে মাগুরার পুলিশ সুপার জিহাদুল কবিরের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন খুলনা রেঞ্জ ডিআইজি এসএম মনির উজ জামান, পুলিশের অতিরিক্ত ডিআইজি মো: দিদার আহম্মদ ও খন্দকার রফিকুল ইসলাম, মাগুরা জেলা প্রশাসক মুহ: মাহবুবর রহমান, জেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি তানজেল হোসেন খান, জেলা কমিউনিটি পুলিশিং এর আহ্বায়ক আব্দুল ফাত্তাহ প্রমুখ।

প্রধান অতিথি আরো বলেন- পুলিশ একটি আইন প্রয়োগকারি সংস্থা। এটি একটি অথরিটি। এর সাথে জনগণের স্বতস্ফুর্ত অংশগ্রহণ থাকলে অপরাধ করে কেউ পার পাবে না। জনগণ ও পুলিশের মধ্যে সেতু বন্ধন তৈরী ও দূরত্ব কমাতে কমিউনিটি পুলিশিং গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। জনগণকে সাথে নিয়ে বাংলাদেশ পুলিশ সোনার বাংলা গড়তে সকলের সহযোগিতা কামনা করে।

আলোচনাসভা শেষে বরেণ্য শিল্পী মমতাজ বেগমসহ বিশিষ্ট শিল্পীরা সংগীত পরিবেশন করেন।



(ডিসি/এসসি/নভেম্বর ৮,২০১৪)