প্রহলাদ মন্ডল সৈকত, রাজারহাট : কুড়িগ্রামের রাজারহাটে অভ্যন্তরীণ আমন ধান ও চাল সংগ্রহ ২৩-২৪ এর আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে।

উপজেলা খাদ্য বিভাগের আয়োজনে সোমবার (১১ ডিসেম্বর) সকাল সাড়ে ১১টায় রাজারহাট খাদ্য গুদাম চত্বরে উপজেলা পরিষদের চেয়ারম্যান জাহিদ ইকবাল সোহরাওয়ার্দী বাপ্পি এ কার্যক্রমের শুভ উদ্বোধন করেন।

রাজারহাট উপজেলা নির্বাহী অফিসার কাবেরী রায়ের সভাপতিত্বে ও উপজেলা খাদ্য পরিদর্শক মোঃ শরীফ আহমেদ এর সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা খাদ্য কর্মকর্তা মোঃ মিসবাহুল হোসাইন, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ মোঃ মাহফুজার রহমান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ আসাদুজ্জামান ও প্রেসক্লাব রাজারহাটের সাধারণ সম্পাদক মোঃ রফিকুল ইসলাম প্রমুখ।

চলতি আমন মৌসুমে রাজারহাটে সরাসরি ৪২৬জন কৃষকদের নিকট থেকে ৩০ টাকা কেজি দরে ৪২৬ মেট্রিক টন ধান ও ৪৪ টাকা কেজি দরে ৫৬৯ মেট্রিক টন চাল সংগ্রহ করা হবে বলে উপজেলা খাদ্য অফিস জানায়।

(পিএস/এসপি/ডিসেম্বর ১১, ২০২৩)