যশোর প্রতিনিধি : যশোরে জাতীয় ভিটামিন 'এ' প্লাস ক্যাম্পেইন দিবস ২৩ এর উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার সকালে সিভিল সার্জন অফিসের আয়োজনে শহরের নিউ মার্কেট এলাকায় শিশু হাসপাতালে এই ক্যাম্পেইন এর কার্যক্রম শুরু হয়।

অনুষ্ঠানের প্রধান অতিথি জেলা প্রসাশক মোহাম্মদ আবরাউল হাসান মজুমদার শিশুদের লাল ও নীল রং এর ভিটামিন 'এ' প্লাস ক্যাপসুল খাওয়ানোর মধ্য দিয়ে দিবসটির উদ্বোধন ঘোষণা করেন। এসময় আরও উপস্থিত ছিলেন ডেপুটি সিভিল সার্জন নাজমুস সাদিক রাসেল, সদর হাসপাতালের সাবেক তত্বাবাধয়ক ডা. আক্তারুজ্জামান, শিশু হাসপাতালের সহকারি পরিচালক ডা. নূরে হামিম প্রমুখ।

এই ক্যাম্পেইনের আওয়াতায় যশোর জেলায় (৬-১১) মাস বয়সী ৩৯ হাজার ৯১১ শিশুকে নীল রংয়ের ভিটামিন এ ক্যাপসুল ও (১২- ৫৯) মাস বয়সী ২ লাখ ৯৩ হাজার ২৯০ জন শিশুকে লাল রংয়ের ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে। এই জেলায় ৩ লাখ ৩৩ হাজার ২০১ শিশু জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের আওতায় আনার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হলেও সকালে তাদের উপস্থিতি কম দেখা গেছে।

(এসএমএ/এএস/ডিসেম্বর ১২, ২০২৩)