রিপন মারমা, রাঙ্গামাটি : রাঙামাটির লংগদু উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে আজ মঙ্গলবার দুপুরে স্থানীয় কৃষকদের মাঝে উৎপাদন বৃদ্ধির লক্ষে উফশী ধান বীজ ও সার বিতরণ করা হয়েছে।

উপজেলা কৃষি কার্যালয়ের আঙ্গিনায় আনুষ্ঠানিকভাবে ৯শত জন কৃষকের মাঝে এসব বীজ ও রাসায়নিক সার প্রণোদনা হিসেবে বিতরণ করা হয়।

প্রণোদনা বিতরণী অনুষ্ঠানে উপজেলা কৃষি কর্মকর্তা জাহিদুল ইসলামের সভাপতিত্বে উপ-সহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা রতন চৌধুরীর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মীর সিরাজুল ইসলাম চৌধুরী এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক হারুন চৌধুরী।

এসময় কালাপাকুজ্জ্যা ইউনিয়নের সাবেক সদস্য আবু বক্কর সিদ্দিক সহ বিভিন্ন ব্লকের দায়িত্বে থাকা উপ সহকারী কৃষি কর্মকর্তা ও সুফলভোগীরা উপস্থিত ছিলেন।

উপজেলা কৃষি অফিস সূত্র জানায়, উপজেলার ৭টি ইউনিয়নের নয়শত জন প্রান্তিক কৃষকদের মাঝে বিনামুল্যে এসব বীজ ও সার বিতরণ করা হয়েছে। তন্মধ্যে সবাইকে ৫ কেজি করে উফশী ধান বীজ সাথে ১০ কেজি করে ডিএপি ও এমওপি সার প্রণোদনা হিসেবে বিতরণ করা হয়।

(আরএম/এসপি/ডিসেম্বর ১২, ২০২৩)