তপু ঘোষাল, সাভার : মহান বিজয় দিবস উপলক্ষে সাভার জাতীয় স্মৃতিসৌধ ও আশপাশের এলাকায় নেয়া হয়েছে চার স্তরের নিরাপত্তা ব্যবস্থা। বাড়ানো হয়েছে গোয়েন্দা নজরদারি বলেও জানিয়েছেন ঢাকা জেলা পুলিশ সুপার আছাদুজ্জামান।

মঙ্গলবার (১২ ডিসেম্বর) সকালে সাভার জাতীয় স্মৃতিসৌধ পরিদর্শন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

বিজয় দিবস, বাঙালি জাতির মহান এ দিনটিতে জনসাধারণের জন্য রয়েছে বিশেষ নির্দেশনা বলেও জানান পুলিশ সুপার।

পুলিশের এ কর্মকর্তা আরও বলেন, চার স্তরের নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। আর ১৬ ডিসেম্বর ভোর ৪টা থেকেই ঢাকা-নবীনগর সড়কটি সাভার স্মৃতিসৌধে আসা মানুষদের চলাচলের জন্য বিশেষ ব্যবস্থাপনা নেয়া হয়েছে।

বিশ্বের অনেক দেশ সময়ের পরিক্রমায় পরাধীনতার শৃঙ্খল থেকে মুক্তি পেলেও বাংলাদেশের রয়েছে গৌরবোজ্জ্বল ইতিহাস। জাতীয় স্মৃতিসৌধ বহন করছে সে গৌরব ও ত্যাগের ভাবগাম্ভীর্য। তাইতো শোককে গোপন রেখে, মাথা উঁচু করে শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাতে দূর-দূরান্ত থেকে ছুটে আসেন অসংখ্য মানুষ। মহান বিজয় দিবস উপলক্ষে লাখো শহীদের প্রতি শ্রদ্ধা জানাতে প্রস্তুত করা হচ্ছে জাতীয় স্মৃতিসৌধও। চলছে সৌন্দর্য বর্ধনের কাজ। জাতীয় স্মৃতিসৌধে ধোঁয়ামোছার কাজ হচ্ছে জোরেশোরে।

এই সময়টাতে সার্বিক নিরাপত্তা রক্ষায় বহিরাগতদের বিষয়ে তথ্য দেয়ার আহ্বান জানানো হয়েছে পুলিশের পক্ষ থেকে।

(টিজি/এসপি/ডিসেম্বর ১২, ২০২৩)