মিশুক আহমেদ জয়, কুষ্টিয়া : আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ বলেছেন, স্বতন্ত্র প্রার্থীরা থাকলে সমস্যা না বরং একাধিক প্রার্থী থাকলে সঠিক নেতৃত্ব নির্বাচিত হবে। যারা জনগণের জন্য কাজ করেছেন তারা নির্বাচিত হবেন। যারা জনগনের কাছে পৌছাতে পারেনি শুধু তারায় স্বতন্ত্র প্রার্থীকে ভয় পাচ্ছেন।

আজ মঙ্গলবার বেলা ১২টায় কুষ্টিয়া শহরের দিশা টাওয়ারের হলরুমে কুষ্টিয়া প্রেসক্লাব কেপিসির নব-নির্বাচিত কমিটির অভিষেক ও ৫৮ তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে যোগ দিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে হানিফ এসব কথা বলেন।

বিএনপি প্রশ্নে হানিফ বলেন, বিএনপি নিয়ে আর কথা বলার দরকার নেই। বিএনপি রাজনীতি বাদ দিয়ে সন্ত্রাসী কর্মকান্ড করছে। যতদিন তারা সন্ত্রাস করবে ততদিন তাদেরকে আইনের আওতায় আসতে হবে।

গণমাধ্যমের স্বাধীনতার প্রশ্নে হানিফ বলেন, গণমাধ্যম এখন অবাধ স্বাধীন যা অকল্পনীয়।
পরে কুষ্টিয়া প্রেসক্লাবের সভাপতি রাশেদুল ইসলাম বিপ্লবের সভাপতিত্বে ক্লাবের নতুন কমিটির অভিষেক ও ৫৮ তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন মাহবুবউল আলম হানিফ।

এসময় বিশেষ অতিথির বক্তব্য রাখেন কুষ্টিয়া-১ আসনের সংসদ সদস্য আ.ক.ম সারোয়ার জাহান বাদশা, কুষ্টিয়া-৪ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার সেলিম আলতাফ জর্জ, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সভাপতি ওমর ফারুক, মহাসচিব দীপ আজাদ, সহসভাপতি আফরোজা আক্তার ডিউ, বাংলাদেশ সাংবাদিক কল্যান ট্রাষ্টের ব্যবস্থপনা পরিচালক সুভাস চন্দ্র বাদল, কুষ্টিয়া টেলিভিশন জার্নালিস্ট এ্যাসোসিয়েশনের সভাপতি জাহিদুজ্জামান, কুষ্টিয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সোহেল রানা প্রমুখ।

পরিশেষে জেলার অসুস্থ্য ৯জন সাংবাদিককে কল্যান ট্রাষ্টের অনুদানের চেক প্রদান করেন অতিথিরা।

(এমজে/এসপি/ডিসেম্বর ১২, ২০২৩)