একে আজাদ, রাজবাড়ী : রাজবাড়ী জেলা পরিষদের সাবেক সদস্য, পাংশা উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ও রাজবাড়ী জেলা আওয়ামীলীগের সদস্য আহম্মদ হোসেন অতীতের ভূলের জন্য প্রকাশ্যে ক্ষমা চেয়ে পূনরায় রাজবাড়ী জেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোঃ জিল্লুল হাকিম এমপি’র সাথে রাজনীতি করবেন বলে নৌকার পক্ষে প্রচারনায় রয়েছেন তিনি।

আজ মঙ্গলবার দুপুরে আহম্মদ হোসেন পাংশা শহরের নিজ বাসভবনে সংবাদ সম্মেলনের মধ্য দিয়ে এ ঘোষনা দেন। এ সময় তিনি বলেন রাজবাড়ী- ২ আসনের মাননীয় এমপি বীর মুক্তিযোদ্ধা আমাদের রাজনৈতিক অবিভাবক পাংশা কালুখালী বালিয়াকান্দি উপজেলায় ব্যাপক উন্নয়ন কর্মকান্ড করেছেন। আগামীতেও আরো বেশী উন্নয়ন কর্মকান্ড পরিচালনা করবেন তিনি, তিনি একজন কর্মী বান্ধব নেতা শেষ জীবন পর্যন্ত তার সাথেই রাজনীতি করতে চাই।

আমার নিজের ভূলের কারণে কিছু মানুষের প্ররোচনায় আমি জিল্লুল হাকিম থেকে দুরে চলে গিয়েছিলাম, আমি আমার অতীতের ভুল বুঝতে পেরেছি, আমি এখন থেকেই যতদিন বাঁচি জননেতা বীর মুক্তিযোদ্ধা মোঃ জিল্লুল হাকিম এমপি’র সাথেই রাজনীতি করব। আমি কখনো নৌকার বাইরে যায়নি আর যাবও না। আমি বাংলাদেশ আওয়ামীলীগের একজন নিবেদিত কর্মী জননেত্রী শেখ হাসিনা ও আমার নেতা জিল্লুল হাকিম এমপির কর্মী হিসাবেই বাকি জীবন পার করতে চাই। আমি ও আমার পরিবার ও আমার লোকজন সকলেই জিল্লুল হাকিম এমপি’র রাজনিতির সাথেই থাকব।

সংবাদ সম্মেলন কালে উপস্থিত ছিলেন শরিষা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আহম্মদ হোসেন’র ছোট ভাই আব্দুস সোবহান ও তার পরিবারের সদস্যগন।

(একে/এসপি/ডিসেম্বর ১২, ২০২৩)