গাইবান্ধা প্রতিনিধি : গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ উপজেলায় কাঠবোঝাই ট্রাকের নিচে চাপা পড়ে পারভেজ মিয়া (৭) নামে এক স্কুলছাত্র নিহত হয়েছে। রংপুর-ঢাকা মহাসড়কের গোবিন্দগঞ্জ উপজেলা ফাঁসিতলা এলাকায় রবিবার সকাল ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

প্রতিবাদে বিক্ষুব্ধ এলাকাবাসী রংপুর-ঢাকা মহাসড়ক এক ঘণ্টা অবরোধ করে রাখে।

পারভেজ গোবিন্দগঞ্জ উপজেলার কামারদহ ইউনিয়নের পূর্ব মাস্তা গ্রামের আব্দুর ছাত্তারের ছেলে।

প্রত্যক্ষশদর্শীরা জানান, বগুড়াগামী একটি কাঠবোঝাই ট্রাক ফাঁসিতলা একরামুল হক আইডিয়াল কলেজের সামনে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে উল্টে যায়। এ সময় স্কুলগামী ছাত্র পারভেজ মিয়া ট্রাকের নীচে চাপা পড়ে। এতে ঘটনাস্থলেই মারা যায় পারভেজ।

এ ঘটনায় বিক্ষুদ্ধ এলাকাবাসী রংপুর-ঢাকা মহাসড়ক প্রায় এক ঘণ্টা অবরোধ করে রাখে। পরে বেলা ১১টার দিকে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়।

গোবিন্দগঞ্জ হাইওয়ে থানার ওসি এস এম মাসুদ পারভেজ দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, বর্তমানে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে। লাশ ময়নাতদন্ত ছাড়াই পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

ট্রাকের ড্রাইভার ও হেলপার পালিয়ে গেছে বলেও জানান তিনি।

(ওএস/এইচআর/নভেম্বর ০৯, ২০১৪)