ওয়াজেদুর রহমান কনক, নীলফামারী : বিনম্র শ্রদ্ধায় শহীদ বুদ্ধিজীবী দিবস নীলফামারীতে পালন করা হয়েছে। এ উপলক্ষে সকালে নীলফামারী সরকারী কলেজ বধ্যভূমি বেদিতে পুষ্পমাল্য অর্পণ, এক মিনিট নিরবতা পালন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ বৃহস্পতিবার সকাল ৯টায় রাষ্ট্রের পক্ষে জেলা প্রশাসক পঙ্কজ ঘোষের শ্রদ্ধা নিবেদনের মাধ্যমে আনুষ্ঠানিকতার সূচনা হয়। এরপর জেলা পুলিশ, মুক্তিযোদ্ধা সংসদ, আওয়ামীলীগ, উপজেলা পরিষদ, নীলফামারী জেলা বঙ্গবন্ধু পরিষদ , নীলফামারী সরকারী কলেজসহ সরকারী বেসরকারী বিভিন্ন প্রতিষ্ঠান, সংগঠন বধ্যভুমিতে পুষ্পমাল্য অর্পণ করে। পরে সরকারী কলেজ অডিটোরিয়ামে আলোচন সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক পঙ্কজ ঘোষ।

নীলফামারী সরকারী কলেজের অধ্যক্ষ অধ্যাপক দিদারুল ইসলামের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে পুলিশ সুপার গোলাম সবুর পিপিএম, সিভিল সার্জন ডা. হাসিবুর রহমান, বীর মুক্তিযোদ্ধা আমিনুল ইসলাম ও সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান শাহিদ মাহমুদ বক্তব্য রাখেন।

(ওকে/এসপি/ডিসেম্বর ১৪, ২০২৩)