স্টাফ রিপোর্টার : মে দিবসে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরী বিভাগের গেটের সামনে সিয়াম নামের একটি রেস্তোরাঁ খোলা রাখায় ওই রেস্তোরাঁয় ব্যাপক ভাঙচুর চালিয়েছে কিছু শ্রমিক।

বৃহস্পতিবার সকাল সাড়ে নয়টার সময় ওই রাস্তা দিয়ে যাওয়া একটি মিছিল থেকে কিছু শ্রমিক এ ঘটনা ঘটায়।

জানা যায়, শ্রমিক দিবস উপলক্ষে ঢাকা মেডিকেল হাসপাতালের জরুরী বিভাগের সামনে অবস্থিত সিয়াম রেস্তোরা বন্ধ না রখে রেস্তোরাঁ মালিক নোটিশ অমান্য করে খোলা রাখে। এ দিবস উপলক্ষে সকাল সাড়ে নয়টার দিকে শতাধিক শ্রমিক মাথায় লাল কাপড় ও হাতে লাঠি নিয়ে মিছিলে যাচ্ছিল।

এসময় রেস্তোরাঁটি খোলা দেখে তারা ইট পাটকেল ছুড়লে হাসপাতালের অ্যাম্বুলেন্স কর্মচারিরা তাদেরকে ধাওয়া করে কয়েকজনকে ধরে গণ পিটুনি দিয়ে পুলিশের হাতে তুলে দেয়।এতে উভয়পক্ষের ৫-৬ জন আহত হয়।


দ্বিতীয় দফায় সংঘর্ষ শুরু হলে শাহবাগ থানা পুলিশ সহ কয়েক প্লাটুন পুলিশ মোতায়েন করা হয়। হাসপাতালের আনসাররাও পরিস্থিতি নিয়ন্ত্রণে রাস্তায় নেমে আসে।

সংঘর্ষের সময় হাসপাতালের সকল ওষুধের দোকান বন্ধ হয়ে গেলে রোগীরা বিপাকে পড়ে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক হলেও থমথমে অবস্থা বিরাজ করছে।

(ওএস/জেএ/মে ০১, ২০১৪)