শাহ্ আলম শাহী, দিনাজপুর : বিনম্র শ্রদ্ধা আর ভালবাসায় মধ্যদিয়ে দিনাজপুরে উদযাপিত হয়েছে  মহান বিজয় দিবস-২০২৩। সুর্যোদ্যের সাথে সাথে দিনাজপুর গোর-এ-শহীদ বড় ময়দানে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে মহান বিজয় দিবসের শুভ সূচনা করা হয়।

দিবসটি উপলক্ষে দিনাজপুর জেলা প্রশাসক কার্যালয় চত্বরে মুক্তিযুদ্ধের স্মৃতিসৌধ, চেহেলগাজী মাজারে অবস্থিত শহীদ স্মৃতিস্তম্ভ ও মহারাজা গিরিনাত্থ স্মৃতিসৌধে শহীদের প্রতি শ্রদ্ধা জানাতে পুষ্পস্তবক অর্পণ করেছে জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম, জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, মুক্তিযোদ্ধা সংসদ, আওয়ামী লীগ, ববঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট, শিক্ষাবোর্ড, হাজী দানেশ বিশ্ববিদ্যালয়, মেডিকেল কলেজ, জোট, প্রেসক্লাব, সরকারী-বেসরকারী প্রতিষ্ঠান, রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সংগঠনসহ সর্বস্তরের মানুষ।

দিবসটি উপলক্ষ্যে পুলিশ, ফায়ার সার্ভিস,আনসার ও স্কুল-কলেজের ছাত্র-ছাত্রীদের বর্ণাঢ্য কুচকাওয়াজ, ডিসপ্লেসহ ক্রীড়া, রচনা, চিত্রাংকন ও আবৃত্তি প্রতিযোগিতা। সেই সাথে ছিলো পুরস্কার বিতরণ, আলোচনা সভা এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের।

দিবসের প্রথম প্রহরে দিনাজপুর জেলা প্রশাসক কার্যালয় চত্ত্বরে স্থাপিত মুক্তিযুদ্ধে শহীদ বীরমুক্তিযোদ্ধা স্মতিস্তম্ভে শ্রদ্ধা জানানোর মাধ্যমে শহীদদের প্রতি প্রথমে শ্রদ্ধা নিবেদন করেন জাতীয় সংসদের হুইপ ও দিনাজপুর সদর আসনের সংসদ সদস্য ইকবালুর রহিম, জেলা প্রশাসক শাকিল আহমেদ, পুলিশ সুপার শাহ্ ইফতেখার আহমেদ। এরপর সদরের চেহেলগাজী মাজারে অবস্থিত শহীদ স্মৃতিস্তম্ভে শ্রদ্ধা জানান হুইপ ইকবালুর রহিম এমপিসহ জেলা প্রশাসন, পুলিশ বিভাগ, মুক্তিযোদ্ধা কমান্ড,দিনাজপুর বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট, দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ, দিনাজপুর সিভিল সার্জন অফিস, বিএমএ ও স্বাচিব দিনাজপুর জেলা শাখার নেতৃবৃন্দ, দিনাজপুর জেনারেল হাসপাতালের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ, জেলা আইনজীবী সমিতি, জেলা ওয়ার্কার্স পার্টি, জেলা জাসদ, কমিউনিষ্ট পার্টি, জেলা জাগপা, ন্যাশনাল আওয়ামী পার্টি ন্যাপ, দিনাজপুর মোটর পরিবহন শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন।

এর আগে সকাল ৯টায় শহরের বাসুনিয়াপট্টিস্থ দলীয় কার্যালয় থেকে জেলা আওয়ামী লীগের আয়োজনে বর্ণাঢ্য বিজয় র‌্যালী হুইপ ইকবালুর রহিম এমপি এর নেতৃত্বে বের হয়ে শহর প্রদক্ষিণ শেষে জেলা প্রশাসক কার্যালয়ে এসে শেষ হয়।

(এস/এসপি/ডিসেম্বর ১৬, ২০২৩)