তপু ঘোষাল, সাভার : মহান বিজয় দিবস উপলক্ষে মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। 

শনিবার (১৬ ডিসেম্বর) সকালে সাভার জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানান তিনি।

স্মৃতিসৌধের বেদিতে পুষ্পস্তবক অর্পণের পর তিনি একাত্তরের বীর শহীদদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে সেখানে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন।

জাতীয় স্মৃতিসৌধ এলাকার ত্যাগের আগে সেখানকার পরিদর্শন বইয়ে প্রধানমন্ত্রী যা মন্তব্য লেখেন : মহান বিজয় দিবস বাঙালির জাতীয় জীবনে এক অবিস্মরণীয় অধ্যায়। ১৯৭১ সালের ৭ই মার্চ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ঐতিহাসিক ভাষণে বলেছিলেন ঘরে ঘরে দুর্গ গড়ে তোলো, যার যা কিছু আছে, তা নিয়েই শক্রর মোকাবিলা করতে হবে। এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। ২৬ মার্চ প্রথম প্রহরে প্রদত্ত স্বাধীনতার ঘোষণায় বলেছিলেন আজ হইতে বাংলাদেশ স্বাধীন চূড়ান্ত বিজয় না হওয়া পর্যন্ত সংগ্রাম চালিয়ে যাও।

বাংলাদেশের মুক্তিকামী জনতা অক্ষরে অক্ষরে সেই নির্দেশনা মেনে যুদ্ধ করে বিজয় অর্জন করে। আজ সেই বিজয় দিবসে আমি পরম শ্রদ্ধার সাথে স্মরণ করি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। স্মরণ করছি জাতীয় চার নেতা, ৩০ লাখ শহীদ ও নির্যাতিত মা-বোনের প্রতি শ্রদ্ধা জনায়। স্মরণ করি আমার মা বেগম ফজিলাতুন্নেসা ও তিন ভাই ভ্রাতৃবধুসহ ১৫ই আগস্ট ১৯৭৫ সালে ঘাতকদের বুলেটের আঘাতে যারা শাহাদত করণ করেছে তাদেরকে।

দেশে অপ্রতিরোধ্য গতিতে এগিয়ে চলেছে, ২০৪১ সালে বাংলাদেশ উত্তর সমৃদ্ধি স্মার্ট সোনার বাংলাদেশ হিসেবে গড়ে উঠবে ইনশাআল্লাহ। আজকের দিনে সেই প্রত্যায় ব্যক্ত করছি।

(টিজি/এসপি/ডিসেম্বর ১৬, ২০২৩)