স্পোর্টস ডেস্ক : পার্থ টেস্টে পাকিস্তানকে ৩৬০ রানের বড় ব্যবধানে হারিয়ে তিন ম্যাচের সিরিজে ১-০ তে এগিয়ে গেছে অস্ট্রেলিয়া। আগামী ২৬ ডিসেম্বর মেলবোর্নে সিরিজ নিশ্চিতের জন্য মাঠে নামবে স্বাগতিকরা। এই ম্যাচের জন্য পেস ব্যাকআপ হিসেবে থাকা ল্যান্স মরিসকে বাদ দিয়ে ১৩ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে অস্ট্রেলিয়া।

পাকিস্তানের বিপক্ষে দ্বিতীয় টেস্টে অপরিবর্তিত একাদশ নিয়ে খেলার সম্ভাবনাই বেশি অস্ট্রেলিয়ার। মরিসকে পাঠানো হয়েছে বিগ ব্যাশ লিগে খেলার জন্য। তার পরিবর্তে প্যাট কামিন্স, মিচেল স্টার্ক ও জস হ্যাজলউডের ব্যাকআপ হিসেবে রাখা হয়েছে স্কট বোল্যান্ডকে।

প্রথম টেস্টে দুর্দান্ত সেঞ্চুরি হাঁকিয়েছেন অস্ট্রেলিয়ার ওপেনার ডেভিড ওয়ার্নার। ২১১ বলে ১৬৪ রান করেছেন তিনি। আগামী ৩ জানুয়ারি সিডনি টেস্টের মাধ্যমে টেস্ট ক্যারিয়ারের ইতি টানবেন এই বাঁ-হাতি অসি ওপেনার।

অস্ট্রেলিয়া স্কোয়াড

ডেভিড ওয়ার্নার, উসমান খাজা, মার্নাস ল্যাবুশেন, স্টিভ স্মিথ, ট্র্যাভিস হেড, মিচেল মার্শ, অ্যালেক্স ক্যারে, প্যাট কামিন্স (অধিনায়ক), মিচেল স্টার্ক, নাথান লায়ন, জস হ্যাজেলউড, স্কট বোল্যান্ড ও ক্যামেরন গ্রিন।

(ওএস/এসপি/ডিসেম্বর ১৮, ২০২৩)