দীপক চন্দ্র পাল, ধামরাই : আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা ২০ ধামরাই আসনে এবার আওয়ামীলীগের দলীয় এমপি ঢাকা জেলা আওয়ামীলীগের সভাপতি বর্তমান স্বরাষ্ট্র মন্ত্রণালয় সর্ম্পকীয় স্থায়ী কমিটির সভাপতি বীর মুক্তিুযোদ্ধা আলহাজ্ব বেনজীর আহমদ ৩য় বারের মত নৌকা প্রতীক পেয়ে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতায় অবতীর্ণ হয়েছেনে। নৌকার জোর প্রতিদ্বন্দ্বি স্বতন্ত্র প্রার্থী হিসেবে রয়েছেন ট্রাক মার্কা নিয়ে ধামরাই উপজেলা আওয়ামী লীগের সভাপতি সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব এম এ মালেক।


ধামরাই উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ও ধামরাই উপজেলা পরিষদের চেয়ারম্যান পদ থেকে পদত্যাগ করে নির্বাচনে প্রার্থী হয়ে আজ কাচি মার্কা পেয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করবেন মোঃ মোহাদ্দেছ হোসেন।

ঢাকার ধামরাইয়ে আওয়ামীলীগেরই তিন শক্তিশালী প্রার্থী সংসদ সদস্য পদ লাভে প্রতিদ্বন্দ্বিতায় অবতীর্ণ হলেন। এ যেনো ঘরের শত্রæ ভীবিষন।
এছাড়া আরো চার জন রয়েছেন। এরা হলেন জাতীয় পার্টীর লাঙ্গল মার্কা নিয়ে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিয়েছেন সাবেক এমপি খান মোহাম্দ ইস্রাফিল খোকন।

মুিক্ত জোট এর প্রার্থী মোঃ আমিনুর রহমান,বাংলাদেশ সুপ্রীম পার্টীর মোঃ মিনহাজ উদ্দিন, ন্যাশনাল পিপলস্ পার্টীর রেবেকা সুলতানা।ধামরাইয়ে মোট সাত জন প্রার্থী আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে একে অপরের বিরুদ্ধে লড়বেন। নৌকার ভোটাররা শুরু থেকেই দ্বিধা বিভক্ত হয়ে পড়েছেন।

তবে ধামরাইয়ের সর্বত্র বর্তমান এমপি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব বেনজীর আহমদের বিষয়ে ব্যাপক গুঞ্জন শোনা যাচ্ছে।

এদিকে ধামরাই উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ও ধামরাই উপজেলা পরিষদের চেয়ারম্যান পদ থেকে পদত্যাগ করে নির্বাচনে প্রার্থী হয়ে কাচি মার্কা পেয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করছেন মোঃ মোহাদ্দেছ হোসেনে এর জন সর্মনও ভাবিয়ে তোলার মত বলে যুব সমাজে ব্যাপক গুঞ্জন হচ্ছে।

(ডিসিপি/এএস/ডিসেম্বর ১৮, ২০২৩)