শেরপুর (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার শেরপুর শহরের ধুনট মোড়ে রবিবার সকাল সাড়ে ১০টার দিকে বগুড়া জেলা অটোরিক্সা ও অটোটেম্পু পরিবহন শ্রমিক ইউনিয়নের অফিস তছনছ, সাইনবোর্ড আগুন পুড়িয়ে দেয়া এবং জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি ভাংচুরের ঘটনা ঘটেছে।

জানা গেছে, রবিবার সকাল সাড়ে ১০টার দিকে ঢাকা-বগুড়া মহাসড়কের ধুনট মোড়ে সিএনজি অটোরিক্সা থেকে চাঁদা তোলাকে কেন্দ্র করে একদল দুর্বৃত্ত হামলা চালিয়ে ওই এলাকায় অবস্থিত বগুড়া জেলা অটোরিক্সা ও অটোটেম্পু পরিবহন শ্রমিক ইউনিয়নের কার্যালয় তছনছ করে।

এসময় তারা কার্যালয়ে রক্ষিত জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি ভাংচুর করে। তারা সংগঠনের সাইনবোর্ড খুলে নিয়ে এসে তাতে আগুন ধরিয়ে দেয়। একাজে বাধা দিলে তারা সংগঠনের সাংগঠনিক সম্পাদক বেলাল হোসেন (৩৫) কে মারপিট করে আহত করে। শেরপুর থানা পুলিশ ঘটনাস্থল থেকে ভাংচুরকৃত ছবি ও সাইনবোর্ড উদ্ধার করেছে।

সংগঠনের সাধারণ সম্পাদক আব্দুল মান্নান জানান, সিএনজি শ্রমিক নামধারী কিছু সন্ত্রাসী আমাদের সাংগঠনিক কাজে বাধা দিচ্ছে। এরই প্রতিবাদ করায় তারা হামলা চালিয়ে ভাংচুর করেছে।

শেরপুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মিজানুর রহমান জানান, ভাংচুরের ঘটনায় থানায় অভিযোগ পেলে মামলা দায়ের করা হবে।

(এনএএম/এএস/নভেম্বর ০৯, ২০১৪)