কেন্দুয়া প্রতিনিধি : নেত্রকোনা-৩ আসনের স্বতন্ত্র প্রার্থী সাবেক এমপি ইফতিকার উদ্দিন তালুকদার পিন্টু সমর্থণে ট্রাক প্রতীকের মিছিলে বাধা দেওয়ার জের ধরে নৌকা ও স্বতন্ত্র প্রার্থী কর্মী সমর্থকদের মাধ্যে সোমবার রাতে সংঘর্ষের সৃষ্টি হয়। এতে উভয়পক্ষের ১০ জন আহত হয়। এ ঘটনার পর উপজেলা সদরে আওমীলীগ প্রার্থী অসীম কুমার উকিলের কর্মী সমর্থক ও ইফতিকার উদ্দিন তালুকদার পিন্টুর সমর্থকরা পাল্টা পাল্টি প্রতিবাদ সমাবেশের মাধ্যমে একে অপরকে দায়ী করেন। তবে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ দায়িত্ব পালন করছেন।  

জানা যায়, মোসবার নেত্রকোনা রিটার্নিং অফিসার কার্যলয় থেকে আনুষ্ঠিকভাবে প্রতীক বরাদ্দ পেয়ে নৌকা প্রতীকে প্রার্থী অসীম কুমার উকিলের সমর্থণে মাসকা বাজারে রাত অনুমান ৭টার দিকে আনন্দ মিছিল করে ইউনিয়ন আওয়ামীলীগ ও সহযোগি সংগঠনের নেতাকর্মীরা। মিছিল শেষে তারা দলীয় কার্যালয়ে গিয়ে বিশ্রাম নিতে বসে। কিছুক্ষণ পরেই স্বতন্ত্র প্রার্থীর কর্মী সমর্থকরা মাসকা বাজারে একই স্থানে মিছিল করার উদ্যোগ নেয়। এ ঘটনায় তাদেরকে পরবর্তী সময়ে মিছিল করার পরামর্শ দেন মাসকা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাবেক ছাত্রলীগ নেতা আব্দুস ছালাম বাঙালী। কিন্তু স্বতন্ত্র প্রার্থী পিন্টুর কর্মী সমর্থকরা বাধা নিষেধ না মেনে মিছিল করবেই এ উদ্যোগ নিলে আওয়ামীলীগ নেতাকর্মীরা তাতে বাধা দেয়। এরপর ২ প্রার্থীর কর্মী সমর্থকদের মধ্যে উত্তেজনা চড়িয়ে পরে।

প্রত্যক্ষ দর্শিরা জানান, এক পর্যায়ে স্বতন্ত্র প্রার্থীর কর্মী সমর্থকরা আওয়ামীলীগ দলীয় কার্যালয়ের দিকে ইট পাটকেল নিক্ষেপ করতে থাকলে আওয়ামীলীগ নেতাকর্মীদের সাথে সংঘর্ষ বেধে যায়। এ সময় পিন্টুর সমর্থক উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক আপেল মাহমুদ সহ উভয়পক্ষে ১০ জন আহত হয়।

সোমবার রাতেই উপজেলা সদরে স্বতন্ত্র প্রার্থীর কর্মী সমর্থদের উপর হামলা হয়েছে দাবী করে প্রতিবাদ সভার আয়োজন করা হয়। উপজেলা আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক জাহাঙ্গীর চৌধুরী এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে হামলাকারীদের আইনের আওতায় আনার দাবী জানান। একেই সঙ্গে তিনি নির্বাচনের সুষ্ঠু পরিবেশ বজায় রাখার জন্য প্রশাসনের সু-দৃষ্টি কামনা করেন।

আজ মঙ্গলবার দুপুরে নৌকা প্রতিকের প্রার্থী অসীম কুমার উকিলের সমর্থনে উপজেলা সদরে আনন্দ মিছিল বের করে উপজেলা আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। মিছিল শেষে পুরাতন বাসষ্ট্রেন্ডে উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও পৌর সভার মেয়র মোঃ আসাদুল হক ভূঞা বলেন, নির্বাচনের সুষ্ঠু পরিবেশ বানচাল করতে স্বতন্ত্র প্রার্থী কর্মী সমর্থকরা বিএনপি জামাতের লোকদের সাথে নিয়ে সম্প্রদায়িক উস্কানিমূলক বক্তব্য দিয়ে সন্ত্রাসী কায়দায় মাসকা বাজারে আওয়ামীলীগ দলীয় কার্যালয়ে ও নেতা কর্মীদের উপর ইট পাট নিক্ষেপ ও হামলা চালিয়েছে। তারা সুষ্ঠু নির্বাচনের পরিবেশ নষ্ট করতে চাই। তিনিও তাদের এসব সন্ত্রাসী কর্মকান্ড বন্ধের জন্য নির্বাচন কমিশন ও প্রশাসনের সু-দৃষ্টি কামনা করছেন।

(বিএস/এসপি/ডিসেম্বর ১৯, ২০২৩)