স্পোর্টস ডেস্ক : মোস্তাফিজুর রহমান তেমন একটা ফর্মে নেই। এবারের আইপিএলের নিলামে কাটার মাস্টারকে কেউ কিনবে কিনা, সেই সংশয় ছিল। তবে আইপিএলে মোস্তাফিজের অতীত পারফরম্যান্সই বোধ হয় তাকে দল পেতে সাহায্য করলো।

মোস্তাফিজের ভিত্তিমূল্য ছিল ২ কোটি রুপি। এবার নতুন দল পেয়েছেন কাটার মাস্টার। মহেন্দ্র সিং ধোনির সুপার কিংস তাকে ভিত্তিমূল্যেই কিনে নিয়েছে।

গতবার দিল্লি ক্যাপিটালসে ছিলেন মোস্তাফিজ। ২০২২ সালে তাকে নিলামে কেনার পর ২০২৩ আসরেও ধরে রেখেছিল দলটি। তবে এবার নিলামের আগে ছেড়ে দেয়।

আইপিএলে এরই মধ্যে বেশ কয়েকটি দলে খেলার অভিজ্ঞতা হয়ে গেছে মোস্তাফিজের। ২০১৬ সালে সানরাইজার্স হায়দরাবাদ থেকে শুরু। হায়দরাবাদে দুই মৌসুম কাটানোর পর ২০১৮ সালে মুম্বাই ইন্ডিয়ান্সে যোগ দেন ফিজ।

এরপর ২০২১ মৌসুমে খেলেছেন রাজস্থান রয়্যালসে। পরের মৌসুমে তাকে কিনে নেয় দিল্লি ক্যাপিটালস। এবার ধোনির চেন্নাই হলো টাইগার পেসারের নতুন ঠিকানা।

(ওএস/এএস/ডিসেম্বর ২০, ২০২৩)