এ,কে আজাদ, রাজবাড়ী : পূবালী ব্যাংক পিএলসি'র ডিজিটাল ব্যাংকিং সেবাকে আরও সমৃদ্ধশালী ও জনপ্রিয় করার প্রত্যয়ে পাংশা শাখা, রাজবাড়ী কর্তৃক পাংশা শহরের প্রাণকেন্দ্রে সাদী প্লাজায় অবস্থিত স্বনামধন্য আউটলেট  "আবরণ ছিট বিতান" পূবালী ব্যাংক পিএলসি এর মার্চেন্ট  "পিওএস" POS মেশিন এবং "বাংলা কিউ আর কোড" Bangla QR CODE হস্তান্তর করা হয়।

আবরণ ছিট বিতান এর সত্ত্বাধিকারী তপন কুমার অধিকারীর হাতে "পিওএস" POS মেশিন হস্তান্তর করেন পাংশা শাখার সম্মানিত ব্যবস্থাপক মোঃ হাফিজুর রহমান। এসময় উপস্থিত ছিলেন পূবালী ব্যাংক পিএলসি পাংশা শাখার জেষ্ঠ্য কর্মকর্তা মোঃ আল মামুন মোল্লা, রুবেল মিয়া এবং উজ্জ্বল কুমার কুন্ডু।

এখন থেকে সুবিশাল এই দোকানের ক্রেতাগণ পূবালী ব্যাংক সহ বিভিন্ন ব্যাংকের কার্ড এই "পিওএস" POS মেশিনে ব্যবহার করে কেনাকাটা সম্পন্ন করতে পারবেন এবং "বাংলা কিউ আর" এর মাধ্যমেও পেমেন্ট করতে পারবেন। উল্লেখ্য পাংশা বাজারে এটাই সর্বপ্রথম "পিওএস" মেশিন।

(একে/এএস/ডিসেম্বর ২১, ২০২৩)