স্টাফ রিপোর্টার, ঝিনাইদহ : ঝিনাইদহের শৈলকূপা উপজেলার ধলহরাচন্দ্র ইউনিয়নের শেখপাড়া গ্রামে মাহিন্দ্র ও নসিমনের সংঘর্ষে অবসরপ্রাপ্ত পুলিশ সদস্যসহ দুজন নিহত হয়েছেন। শুক্রবার ভোরে উপজেলার শেখপাড়া নামক স্থানে মাগুরা-শ্রীপুর সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, শৈলকূপা উপজেলার কবিরপুর এলাকার অবসরপ্রাপ্ত পুলিশ সদস্য আসাদুজ্জামান ও নওপাড়া এলাকার মেহের আলী বিশ্বাসের ছেলে মাহেন্দ্র চালক বাবু বিশ্বাস। এ ঘটনায় স্বপন মিয়া নামে একজন আহত হয়েছেন।

স্থানীয়রা জানায়, শুক্রবার ভোরে মাগুরা থেকে ওয়াজ মাহফিল শুনে মাহিন্দ্রযোগে ঝিনাইদহে ফিরছিলেন কয়েকজন মুসল্লি। পথে শৈলকূপা উপজেলার শেখপাড়া নামক স্থানে মাগুরা-শ্রীপুর সড়কে বিপরীত দিক থেকে আসা একটি নসিমনের সঙ্গে মাহিন্দ্রটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মাহিন্দ্রতে থাকা তিন জন গুরুতর আহত হন। সেখান থেকে তাদের উদ্ধার করে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পর বাবু বিশ্বাসকে এবং মাগুরা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে আসাদুজ্জামানকে মৃত ঘোষণা করা হয়। আহত অন্যজনকে উন্নত চিকিৎসার জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। তাদের সবার বাড়ি শৈলকূপা উপজেলার বিভিন্ন গ্রামে।

এ তথ্য নিশ্চিত করে শৈলকূপা থানার পরিদর্শক(তদন্ত) রিয়াজুল ইসলাম জানান, এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।

(একে/এএস/ডিসেম্বর ২২, ২০২৩)