সাতক্ষীরা প্রতিনিধি : আজ মহান মে দিবস। শ্রমিকদের অধিকার আদায়ের দিনযথাযোগ্য মর্যাদায় দিবসটি উদযাপন করার লক্ষ্যে সাতক্ষীরা জেলা প্রশাসনসহ বিভিন্ন শ্রমিক সংগঠন নানা কর্মসূচি পালন করেছে।

দিবসটি উদযাপন উপলক্ষে সাতক্ষীরা জেলা প্রশাসকের আয়োজনে সকাল সাড়ে ৯ টায় প্রশাসকের কার্যালয় থেকে একটি র‌্যালী বের হয়। র‌্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে শহীদ আব্দুর রাজ্জাক পার্কে শেষ হয়। পরে জেলা শিল্পকলা একাডেমীতে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

র‌্যালিতে অংশ নেন সাতক্ষীরার জেলা প্রশাসক নাজমুল আহসান, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) লস্কার তাজুল ইসলাম, জেলা বাস-মিনিবাস মালিক সমিতির সভাপতি ও জেলা শ্রমিক লীগের সভাপতি সাইফুল করিম সাবু ও শ্রমিক নেতা হারুন অর রশিদ প্রমুখ।

এছাড়া জেলা শ্রমিকলীগ, জেলা ট্রাক-ট্যাংকলরী শ্রমিক ইউনিয়ন, জেলা মটর শ্রমিক ইউনিয়ন, জেলা লেবার শ্রমিক ইউনিয়ন, রিকসা ভ্যান শ্যমিক ইউনিয়ন, পানি উন্নয়ন বোর্ড, সোনালী ব্যাংকসহ বিভিন্ন শ্রমিক সংগঠন র‌্যালী, আলোচনা সভা, মৃত শ্রমিক পরিবারের মধ্যে নগদ অর্থ প্রদান এবং আত্মার শান্তি কামনা করে দোয়া অনুষ্ঠানের আয়োজন করেছে।

(আরকে/জেএ/মে ০১, ২০১৪)