বগুড়া প্রতিনিধি : বগুড়ার ধুনটে জেএসসি পরীক্ষার্থী প্রতিবন্ধি নাইছ আকতারকে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের পক্ষ থেকে হুইল চেয়ার প্রদান করা হয়েছে। ‘বাবার কোলে পরীক্ষা কেন্দ্রে প্রতিবন্ধি নাইছ’ শিরোনামে শুক্রবার ‘উত্তরাধিকার ৭১ নিউজ’সহ বিভিন্ন গণমাধ্যমে সচিত্র সংবাদ প্রকাশ হলে মেধাবী অদম্য নাইছ আকতারকে হুইল চেয়ার প্রদানের উদ্যোগ নেয় সংশ্লিষ্ট মন্ত্রণালয়। রবিবার বিকেলে হুইল চেয়ার হস্তান্তর করেন ধুনট উপজেলা নির্বাহি কর্মকর্তা হাফিজুর রহমান।

এসময় উপজেলা সমাজসেবা কর্মকর্তা ওবায়দুল হক, জাতীয় প্রতিবন্ধি উন্নয়ন ফাউন্ডেশন বগুড়ার প্রতিবন্ধি বিষয়ক কর্মকর্তা আকতার হোসাইন, কনসালটেন্ট ফিজিওথেরাপি ডা. সাবিনা জেসমিন, ধুনট উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি গোলাম সোবহান, ধুনট প্রেস ক্লাবের সভাপতি রফিকুল আলম, সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম শ্রাবণ, বাবুল ইসলাম, ইমরান হোসেন ইমন ও নাইছ আকতারের বাবা নজরুল ইসলাম উপস্থিত ছিলেন।

(এএসবি/এএস/নভেম্বর ০৯, ২০১৪)