বিশ্বজিৎ সিংহ রায়, মহম্মদপুর : মাগুরার মহম্মদপুরে রাজাপুর ইউনিয়নের রাড়ীখালী গ্রামে উৎসহ উদ্দীপনার মধ্য দিয়ে আজ শুক্রবার দিনব্যাপী লোকনাথ সেবা সংঘ দক্ষিণ মাগুরা ইউনিটের অষ্টম বার্ষিকী বৈদিক পাঠশালা সনাতন ধর্ম শিক্ষা জ্ঞান অন্বেষণ। 

এ উপলক্ষে উপজেলার রাড়ীখালী গ্রামের উদয় চৌধুরীর বাড়ীতে লোকনাথ সেবা সংঘের উদ্যোগে বৈদিক পাঠশালা'র শিক্ষার্থীদের নিয়ে সকালে পূজা শেষে একটি র‍্যালী বের হয়।র‍্যালীটি রাড়ীখালী বাজার প্রদক্ষিণ করে লোকনাথ সেবা সংঘ,চত্বরে এসে শেষ হয়।পরে গীতা পাঠ ও

বিভিন্ন প্রতিযোগিতায় অংশ গ্রহণকারী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। আলোচনা সভা ওপুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বৈদিক পাঠশালা দক্ষিণ মাগুরা ইউনিটের উপদেষ্টাএবং উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক শ্রী কানু তেওয়ারী।অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রবীন্দ্রনাথ রায় উপ-পরিচালক (অবঃ)দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর।

উদয় চৌধুরীরপরিচালনায়,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অশোক কুমার বিশ্বাস সভাপতি লোকনাথ সেবা সংঘ,সুদেব চক্রবর্তী কবি ও সহকারী পরিচালক সপ্তক মিডিয়া, সুব্রত চক্রবর্তী সাবেক সভাপতি লোকনাথ সেবা সংঘ, স্বপন বিশ্বাস সাবেক সাধারণ সম্পাদক লোকনাথ সেবা সংঘ সহ অন্যরা।এসময় উপস্থিত ছিলেন রাড়ীখালী, পথের হাট, কুচিয়ামোড়া-দক্ষিণ,কুচিয়ামোড়া-উওর, বিষ্ণুপুর, শ্রীপুর, দীঘলকান্দী, মন্দির ভিত্তিক পাঠশালা'র শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ।

(বিএস/এসপি/ডিসেম্বর ২২, ২০২৩)