স্টাফ রিপোর্টার : আগামী নির্বাচন পর্যন্ত বিএনপিকে অপেক্ষা করার আহবান জানিয়ে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম বলেছেন, কোন ধরনের অরাজকতা সৃষ্টি করা হলে এদেশের জনগণ তার জবাব দেবে।

তিনি বলেন, বিএনপি নির্বাচনী ট্রেন মিস করে আন্দোলনের নামে দেশে অরাজকতা সৃষ্টির যে অপচেষ্টা চালাচ্ছে তা দেশবাসী কিছুতেই মেনে নিবে না।

রবিবার জয়পুরহাট স্টেডিয়ামে জেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ৫ জানুয়ারির নির্বাচন ছিল সাংবিধানিক বাধ্যবাধকতা। এ নির্বাচন না হলে দেশে গণতান্ত্রিক প্রক্রিয়া ব্যাহত হতো। সেই নির্বাচনে না গিয়ে এখন তারা আন্দোলনের হুমকি দিচ্ছেন।

সৈয়দ আশরাফুল বলেন, কোন হুমকিতে আওয়ামীলীগ ভয় পায়না। আগামী নির্বাচন পর্যন্ত বিএনপিকে অপেক্ষা করতে হবে। তা না হলে যেকোন ধরনের অরাজকতা সৃষ্টির জবাব দেবে এদেশের জনগণ।

সম্মেলনে সভাপতিত্ব করেন জেলা আওয়ামী লীগের সভাপতি এ্যাডভোকেট সামছুল আলম দুদু।

(ওএস/এটিআর/নভেম্বর ০৯, ২০১৪)