উজ্জ্বল কুমার দাস, কচুয়া : ৪১তম বিসিএস পাশ করেও যোগদান করা হলো না কচুয়ার সন্তান পল্লব বসুর। গত ২১ ডিসেম্বর সন্ধ্যা সাড়ে ৭টায় ব্যাটমিন্টন খেলার সময় হৃদক্রিয়া বন্ধ হয়ে তিনি মৃত্যু বরন করেন।

জানা যায়,কচুয়া উপজেলার কচুয়া গ্রামের মৃত: দেবু প্রসাদ বসু শিশু অবস্থায় ১ কন্যা ও ১ পুত্র সন্তান রেখে মারা গেলে তার স্ত্রী কল্পনা বসু অনেক কস্টা করে শিশু সন্তান ২ জনকে বড় করেন। পল্লব বসু কিছুদিন পূর্বে শিক্ষা ক্যাডার বিসিএস পরীক্ষায় পাশ করে ভালো সরকারি কলেজে যোগদান করেন।

সম্প্রতি তিনি ৪১ তম বিসিএস পরীক্ষায়ও পাশ করে খাদ্য কর্মকর্তা হন। এই খাদ্য কর্মকর্তা পদে যোগদানের জন্য তিনি কলেজের চাকরি ছাড়ার প্রস্তুতি নিচ্ছিলেন।এমন সময় অকাল মত্যুতে তার আর খাদ্য কর্মকর্তা পদে যোগদান করা হলো না।পল্লব বসুর অকাল মত্যুতে কচুয়ায় শোকের ছায়া নেমে এসেছে।

(ইউকেডি/এএস/ডিসেম্বর ২৩, ২০২৩)