রামগঞ্জ (লক্ষ্মীপুর) প্রতিনিধি :লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার শ্যামপুর গ্রামে শনিবার গভীর রাতে দুষ্কৃতিরা মুক্তিযোদ্ধা বদরুদৌজার বসতঘর ও রান্না ঘরে অগ্নিসংযোগ করে। গ্রামবাসী হাড়ি-পাতিল দিয়ে পানি নিক্ষেপ করে আগুন নিয়ন্ত্রণ করতে সক্ষম হয়।

সূত্রে জানায়, রাত ২টার দিকে মুক্তিযোদ্ধার বসতঘর ও রান্না ঘরে পশ্চিমে দুষ্কৃতিরা কেরোসিন তেল ঢেলে আগুন লাগিয়ে দেয়।মুক্তিযোদ্ধার পুত্রবধু চিৎকার দিলে গ্রামবাসী ছুটে এসে আগুন পানি নিক্ষেপে আগুন নিয়ন্ত্রণ করতে সক্ষম হয়।

মুক্তিযোদ্ধা বদরুদৌজা বলেন, শনিবার বিকেলে পার্শ্ববর্তীবাড়ির হাসিব ও তার বখাটে ছেলে মনির, সোহেল আমার ক্রয়কৃত সম্পত্তি সীমানা পিলার উপড়ে ফেলে। প্রতিবাদ করলে তারা আমাকে ও আমার ছেলে বদরুল হুদাকে মারধর করে ও বাড়াবাড়ি করলে হত্যার হুমকি দেয়।

সৃষ্ঠ ঘটনায় রাতে ৪ জনকে আসামি করে রামগঞ্জ থানা অভিযোগ দায়ে করি। এতে ক্ষিপ্ত হয়ে তারা ঘটনাটি ঘটাতে পারে।

স্থানীয় ইউপি মেম্বার আবুল কালাম খোকা বলেন, বিকেলে সীমানা পিলার উপড়ে পিতা-পুত্রকে মারধর করে। রাতে অগ্নিসংযোগের ঘটনাটি তারা ঘটায়নি এমন ধারণা উড়িয়ে দেওয়া যায় না।

রামগঞ্জ থানার ওসি মোহাম্মদ রৈাকমান হোসেন বলেন, তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

(এমএএইচপি/এসসি/নভেম্বর০৯,২০১৪)