ঝালকাঠি প্রতিনিধি : ঝালকাঠিতে নেশার টাকা না পেয়ে বাবাকে পিটিয়ে হত্যা করেছেন তার মাদকাসক্ত ছেলে।

রাজাপুর উপজেলার রোলা গ্রামের বড় দিঘির পাড় এলাকায় সোমবার সকালে এ ঘটনা ঘটে।

নিহতের বড় ছেলে জামাল হোসেন জানান, তার বাবা সিরাজুল হাওলাদার (৫৫) ভিক্ষা করে সংসার চালাতেন। তার ছোট ভাই শাহজাহান হাওলাদার (২৩) দীর্ঘদিন ধরে নেশায় আসক্ত ছিলেন। নেশার জন্য তিনি বিভিন্ন জিনিস চুরি করতেন। টাকার জন্য বাবাকে প্রাইয় শারিরিকভাবে নির্যাতন করতেন। এ নিয়ে পরিবারে মাঝেমেধ্যেই ঝামেলা করতেন শাহজাহান। বাধ্য হয়েই তাকে নেশার টাকা দিতেন তারা।

জামাল হাওলাদার আরও জানান, সোমবার সকালে মাদক সেবনের জন্য তার বাবার কাছে ৫শ টাকা দাবি করেন শাজাহান। কিন্তু তার কাছে টাকা না থাকায় দিতে অপারকতা প্রকাশ করেন।

এ নিয়ে কথা কাটাকাটির এক পর্যায়ে ঘরে ব্যবহৃত কাঠের চৌকাঠ দিয়ে বাবার মাথায় আঘাত করেন শাজাহান। এতে তিনি জ্ঞান হারিয়ে মাটিতে লুটিয়ে পড়েন।

পরে তাকে রাজাপুর স্বাস্থ্য কেন্দ্রে নেওয়া হলে আবাসিক মেডিকলে অফিসার আবুল খায়ের রাসেল তাকে মৃত ঘোষণা করেন।

রাজাপুর থানার ওসি এজেডএম মাসুদুজ্জামান বলেন, স্বাস্থ্য কেন্দ্র থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঝালকাঠি মর্গে পাঠানো হচ্ছে। অভিযুক্ত ছেলে শাহজাহানকে গ্রেফতারের জন্য সম্ভব্য সব স্থানে অভিযান চলছে।

(ওএস/এইচআর/নভেম্বর ১০, ২০১৪)