ঈশ্বরদী প্রতিনিধি : পাবনার ঈশ্বরদীর পিয়ারপুড়ে আওয়ামী লীগ কার্যালয়ের সামনে গুলি বর্ষণ ও ককটেল বিস্ফোরণের অভিযোগে  থানায় মামলা দায়ের হয়েছে। মামলায় বিএনপি ও অংগ সংগঠনের ১৭ জনকে নামীয় এবং অজ্ঞাত ১৫/১৬ জনকে আসামী করা হয়েছে। 

ঈশ্বরদী পৌর যুবলীগের সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম লিটন বুধবার (২৭ অক্টোবর) দুপুরে বাদী হয়ে থানায় মামলাটি দায়ের করেন। তদন্ত স্বাপেক্ষে পুলিশ আয়েন উদ্দিন নামে ১ জনকে গ্রেফতার করেছে। ঈশ্বরদী থানার ওসি (তদন্ত) মনিরুল ইসলাম মামলা ও গ্রেফতারের বিষযটি নিশ্চিত করেছেন।

এজাহার সূত্রে জানা যায়, মঙ্গলবার পিয়ারপুর এলাকায় ওয়ার্ড আওয়ামী লীগ কার্যালয়ের পাশে নৌকার নির্বাচনী প্রচারণার সময় বিএনপি’র ৩৫-৪০ জন ককটেল হামলা ও গুলি বর্ষণ করে। মামলায় কারাগারে অন্তরীণ বিএনপি নেতা জাকারিয়া পিন্টুর ভাই উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব মেহেদী হাসানকে এক নম্বর, আরেক ভাই পৌর যুবদলের আহব্বায়ক জাকির হোসেন জুয়েলকে দুই নম্বর আসামী করা হয়েছে।

এছাড়াও নামীয় অন্যান্য আসামীদের মধ্যে রয়েছে ৩) শ্রী মিলন রবিদাস ওরফে মুচি মিলন (২৭), ৪) মোঃ আরিফ তরকারী আরিফ (৩৭), ৫) মোঃ রাশেদুল ইসলাম রিপন (৪৫), ৬) মোঃ জাহাঙ্গীর (৪২), ৭) রেজাউল (৩৫), ৮) মোঃ আক্কাস আলী মেম্বার (৫০), ৯) মোঃ আনোয়ার হোসেন (৪০), ১০) মোঃ জুলহক (৪২), ১১) মোঃ শান্ত (৩০), ১২) মোঃ মামুন (৪২), ১৩) জিয়ারুল ইসলাম (৪৫), ১৪) মোঃ সালমান (২৬), ১৫) মাহফুজুর রহমান শাওন (৩০), ১৬) মোঃ সোহাগ (৩০) , ১৭) বিটু মোস্তাফির (৩০)। এছাড়াও অজ্ঞাতনামা রয়েছে আরও ১৫/১৬ জন।

প্রসংগত: মঙ্গলবার (২৬ ডিসেম্বর) সকাল সাড়ে দশটার দিকে শহরের পিয়ারপুর এলাকায় নৌকার প্রচারণায় এবং বিএনপির নির্বাচন বিরোধী লিফলেট বিতরণে বাধা প্রদানের ঘটনায় ধাওয়া পাল্টাধাওয়া, কয়েক রাউন্ড গুলি বর্ষণ ও ৩টি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘঠে।

(এসকেকে/এসপি/ডিসেম্বর ২৭, ২০২৩)