সোহেল সাশ্রু, কিশোরগঞ্জ : আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে কিশোরগঞ্জ-৬ (ভৈরব-কুলিয়ারচর) আসনে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত নৌকা মার্কা সমর্থনে গণসংযোগ ও কর্মী সমাবেশ শুরু করেছেন সংসদ সদস্য পদপ্রার্থী ও বিসিবি সভাপতি আলহাজ্ব মো. নাজমুল হাসান পাপন। 

আজ বুধবার গণসংযোগ ও কর্মী সমাবেশে উপজেলা শিবপুর ইউনিয়নের ছনছাড়া ঈদগাহ মাঠে প্রধান অতিথি হিসেবে আলোচনা সভায় বক্তব্য দেন তিনি।

এ সময় নাজমুল হাসান পাপন বলেন, আন্দোলন কি জিনিস সেটি আওয়ামী লীগের কাছে বিএনপি-জামায়াতকে শিখতে হবে। আওয়ামী লীগ আন্দোলনে নামলে বিএনপি পালানোর জায়গা পাবে না। তত্ত্বাবধায়ক সরকারের নির্বাচন করতে চাইলে বিএনপিকে পাকিস্তানে চলে যাওয়ার আহবান জানান তিনি।

সারাদেশে সাধারণ মানুষ হত্যা, পুড়িয়ে মারা, জ্বালাও পুড়াও রাজনীতি আওয়ামী লীগ মেনে নিবে না। এবার নির্বাচন বানচাল করতে চাইলে আর ছাড় দেয়া হবে না। এবার নির্বাচনে জয়লাভ করতে পারলে ভৈরবকে নিজের মতো করে সাজানোর ঘোষণা দেন তিনি। সব শেষে ভোটারদের কেন্দ্রে গিয়ে পছন্দের প্রার্থীদের ভোট দেয়ার আহবান জানান তিনি।

শিবপুর ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি ও ইউপি চেয়ারম্যান মো. শফিকুল ইসলাম এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ভৈরব পৌর মেয়র আলহাজ্ব মো. ইফতেখার হোসেন বেনু, ভৈরব উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম সেন্টু, সাবেক সাধারণ সম্পাদক আবুল মনসুর, প্রয়াত রাষ্ট্রপতির একান্ত সচিব অধ্যাপক লুৎফুর রহমান ফুলু, সাখাওয়াত উল্লাহ, কিশোরগঞ্জ জেলা পরিষদ প্যানেল চেয়ারম্যান মো. জাকির হোসেন কাজল, ডক্টরস ক্লাব অব ভৈরব এর আহ্বায়ক ডা. মো. মিজানুর রহমান কবির, শিবপুর ইউনিয়ন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম মনির প্রমুখ।

(এসএস/এসপি/ডিসেম্বর ২৭, ২০২৩)