স্টাফ রিপোর্টার : হতাশার ছাপ খালেদার মুখে ফুটে উঠেছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. হাছান মাহমুদ।

সোমবার দুপুরে রাজধানীর জাতীয় প্রেসক্লাবে বাংলাদেশ মোটর চালক লীগ আয়োজিত শহীদ নূর হোসেন স্মরণে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।

হাছান মাহমুদ বলেন, ‘তিনি (খালেদা জিয়া) আজ হতাশায় ভুগছেন। হতাশার ছাপ খালেদার মুখে ফুটে উঠেছে। হতাশার কারণে কিছুদিন পর রাজনীতি থেকেও বিদায় নিতে চাইবেন খালেদা। বলবেন, আমি আর রাজনীতি করতে চাই না।’

তিনি বলেন, ‘খালেদা জিয়ার হাতে শুধু আগুন নয়, সাধারণ মানুষ ও চালকদের রক্তও আছে। কারণ আন্দোলনের নামে বিএনপি-জামায়াত গাড়িতে আগুন দিয়ে মানুষ হত্যা করেছে।’

তিনি আরো বলেন, ‘নূর হোসেন গণতন্ত্রের জন্য জীবন দিয়েছেন। তার আদর্শ আমাদের রক্ষা করতে হবে। কারণ নূর হোসেন যে কারণে জীবন দিয়েছিলেন খালেদা জিয়া সেই আদর্শকে উপেক্ষা করে চালকদের হত্যা করছে। নূর হোসেন ছিলেন একজন চালক, তার বাবাও ছিলেন চালক ও তার বড় ভাই বাংলাদেশ আওয়ামী মোটর চালক লীগের সভাপতি মোহাম্মদ আলী হোসেন বর্তমানে প্রধানমন্ত্রী শেখ হাসিনার গাড়িচালক।’

চালকদের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘বিএনপি-জামায়াত যদি আর কোনো গাড়ি চালককে পুড়িয়ে ও গুলি করে হত্যা করে তাহলে আপনারা আর তাদের গাড়ি চালাবেন না।’

বাংলাদেশ আওয়ামী মোটর চালক লীগের সভাপতি মোহাম্মদ আলী হোসেনের সভাপতিত্বে আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন বাংলাদেশ স্বেচ্ছাসেবক লীগের সভাপতি এ্যাডভোকেট মোল্লা মো. আবু কাউছার, আওয়ামী লীগের উপ-কমিটির সহ-সম্পাদক সৈয়দ আব্দুল আউয়াল শামীম, বাংলাদেশ আওয়ামী ওলামা লীগের সভাপতি আল্লামা ইলিয়াস হোসাইন বিন হেলালী, মোটর চালক লীগের সহ-সভাপতি আসলাম উদ্দিন ও সাধারণ সম্পাদক মো. মুনীরুজ্জামান মনির প্রমুখ।

(ওএস/এটিআর/নভেম্বর ১০, ২০১৪)