স্পোর্টস ডেস্ক : চোটের কারণে মিস করেছেন এশিয়া কাপ, পরে ওয়ানডে বিশ্বকাপও। অবশেষে মাঠে ফিরছেন লঙ্কান অলরাউন্ডার ওয়ানিন্দু হাসারাঙ্গা। জিম্বাবুয়ের বিপক্ষে আগামী মাসে টি-টোয়েন্টি সিরিজের জন্য হাসারাঙ্গাকে অধিনায়ক করে দল ঘোষণা করেছে শ্রীলঙ্কা।

টি-টোয়েন্টিতে হাসারাঙ্গা আর ওয়ানডেতে লঙ্কানদের নেতৃত্ব দেবেন টপঅর্ডার ব্যাটার কুশল মেন্ডিস। দুজনেরই ডেপুটি থাকবেন চারিথ আসালাঙ্কা।

অধিনায়কত্ব না থাকলেও জিম্বাবুয়ের বিপক্ষে ৩ ম্যাচের ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজের প্রাথমিক দলে আছেন দাসুন শানাকা।

হাসারাঙ্গা চোটে পড়েন চলতি বছরের আগস্টে, সর্বশেষ লঙ্কা প্রিমিয়ার লিগে (এলপিএল)। সেই টুর্নামেন্টের সেরা খেলোয়াড় হাসারাঙ্গা টুর্নামেন্টের প্লে-অফ ম্যাচে হ্যামস্ট্রিংয়ের চোটে পড়েন।

২৬ বছর বয়সী এই অলরাউন্ডারকে ছাড়া খেলতে গিয়ে বিশ্বকাপে একদমই ভালো করতে পারেনি শ্রীলঙ্কা। নয় ম্যাচে মাত্র দুই জয় দশ দলের মধ্যে নবম হয়ে শেষ করে তারা।

বিশ্বকাপ ব্যর্থতার পর নতুন নির্বাচক কমিটি গঠন করে লঙ্কানরা। উপুল থারাঙ্গার নেতৃত্বে সে নির্বাচক কমিটিতে আছেন অজন্থা মেন্ডিস। এছাড়া সাবেক অধিনায়ক ও কিংবদন্তি অলরাউন্ডার সনাথ জয়সুরিয়াকে ক্রিকেট উপদেষ্টা হিসেবে নিয়োগ দিয়েছে শ্রীলঙ্কা।

(ওএস/এসপি/ডিসেম্বর ৩০, ২০২৩)