হবিগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জের বাহুবল উপজেলার কামাইছড়া রাবার বাগানের কাছে ট্রাক ও পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে পিকআপ যাত্রী ৫ নির্মাণ শ্রমিক নিহত হয়েছেন। নিহতরা হলেন ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিনগর উপজেলার মনকুড়া গ্রামের নায়েব আলীর ছেলে বেনু মিয়া (৪০), একই উপজেলার ফাতোর গ্রামের আরব আলী (৬৫) ও তার ছেলে ফারুক মিয়া (২২), শ্রীনগর গ্রামের খায়রুল ইসলামের ছেলে নাহিদ ইসলাম (১৫) এবং গোকর্ণ গ্রামের আব্দুজ জাহির। দুর্ঘটনায় আরও ৪ জন আহত হন। তন্মধ্যে গুরুতর অবস্থায় ২ জনকে সিলেট এম এ জি ওসমানী হাসপাতালে এবং অন্যদেরকে বাহুবল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। সোমবার সকাল সাড়ে ৮টায় ঢাকা-সিলেট পুরাতন মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সকালে কামাইছড়া এলাকায় মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গলগামী সিরামিক দ্রব্য বোঝাই ট্রাকের সঙ্গে হবিগঞ্জের বাহুবল উপজেলার মিরপুরগামী যাত্রীবোঝাই পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষ ঘটে। এতে গাড়ি দুইটি ধুমড়ে মুচড়ে যায়। সংঘর্ষে ঘটনাস্থলেই পিকআপ যাত্রী আব্দুজ জাহির নিহত হন। আহত হন ৮ যাত্রী। খবর পেয়ে কামাইছড়া পুলিশ ফাঁড়ি ও লছনা হাইওয়ে পুলিশ ফাঁড়ির সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে নিহতের লাশ ও আহতদের উদ্ধার করে বাহুবল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠান। পরে বাহুবল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় বেনু ও ফারুক মারা যান। সিলেট এম এ জি ওসমানী হাসপাতালে নেয়ার পথে মারা যান আরব আলী এবং মৌলভীবাজার হাসপাতালে মারা যান নাহিদ ইসলাম।


(পিডিএস/এএস/নভেম্বর ১০, ২০১৪)