নীহার রঞ্জন কুন্ডু, ময়মনসিংহ : ময়মনসিংহ মুক্তাগাছা উপজেলার আওয়ামী যুবলীগের  সভাপতি ও বঙ্গবন্ধুর আদর্শ বুকে ধারন করে হাজারও যুবকের হ্নদয়ের স্পন্দন নিয়ে যিনি মুক্তাগাছাকে জঞ্জালমুক্ত করার আপ্রান চেষ্টা চালিয়ে যাচ্ছেন। তিনি আর কেউ নন, মুক্তাগাছার যুবলীগের আইকন মাহাবুবুল আলম মনি। সময়ে দূঃসময়ে যিনি বঙ্গবন্ধুর সোনার বাংলা থেকে শুরু করে জনিনেত্রী শেখ হাসিনার স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষে মুক্তাগাছার জনগণকে সাথে নিয়ে দ্রুত গতিতে অক্লান্ত পরিশ্রম করে চলেছেন তিনি মাহাবুবুল আলম মনি। 

মুক্তাগাছা পৌর সভার জননন্দিত মেয়র বেল্লাল হোসেনের মেয়ে জামাতা মনি সব সময় জনসেবায় নিজেকে নিয়োজিত রেখেছেন, যা কিনা মুক্তাগাছার প্রতিটি মানুষ একবাক্যে স্বীকার করেন। তিনি সময়ে/ অসময়ে মানুষের আপদ বিপদে শুনা মাত্রই পাশে দাড়ান এবং সাধ্যমত সহযোগিতার হাত প্রসারিত করেন।

যে কোন ধর্মীয় আচার অনুষ্ঠানে তিনি সাধ্যানুযায়ী পাশে দাড়ান এবং সুষ্ট ও সুন্দরভাবে অনুষ্টাটি যাতে কোনো অপ্রিতীকর ঘটনা ছাড়াই সমাপ্তি হয় তার জন্য নিজেকে জনগণের অংশ মনে করে দায়িত্ব পালনে নজির সৃষ্টি করেন। কার মেয়ের বিয়ে, কার ঘড়ে খাবার লাগবে, কোন দরিদ্র পিতার মাতার সন্তান স্কুল/ কলেজে বেতন বাকী এগুলো মনির নিত্য নৈমিত্বক খোজ নেওয়া তার দৈনন্দিক কাজের রুটিং হিসেবে অগ্রনী ভূমিকা পালন করে যাচ্ছেন।

গত ২৩ নভেম্বর তিনি নিজের তহবিল হতে লক্ষাধিক টাকার খাবার (চাল, ডাল, তেল সহ বিভিন্ন) সামগ্রী বিতরন করেন। এতে সামান্য হলেও মুক্তাগাছা দরিদ্র জনগোষ্ঠীর মাঝে ব্যাপক সাড়া জাগিয়েছে।

এ ব্যাপারে মেয়র বেল্লাল বলেন, মনি শুধু আমার জামাতা বলেই নয়, সে একজন জননিবেদিত প্রান, আমাকে সময়ে অসময়ে সে রাজনৈতিক বিভিন্ন কর্মকান্ডে এমনভাবে সহযোগিতা করেন, যা দেখে আমি নিজেই আবেগ আপ্লুত হয় পড়ি, গত ৩০ ডিসেম্বর শনিবার প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার আদেশ অনুয়ায়ী মুক্তাগাছা আওয়ামী লীগ সমর্থিত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রার্থীর পক্ষে কয়েকহাজার নেতাকর্মীদের নিয়ে বিশাল মিছিল সহকারে শো ডাউন করে মুক্তাগাছার আলোড়ন সৃষ্টি করেন।

মুক্তাগাছার মানুষের হ্নদয়ে স্থান করে নেওয়া মাহাবুবুল আলম মনি প্রতিটা উপজেলায় জন্ম নিক, এমনটাই মুক্তাগাছা বাসীর প্রত্যাসা।

(এনআরকে/এসপি/ডিসেম্বর ৩১, ২০২৩)