দীপক চন্দ্র পাল, ধামরাই : বাংলাদেশ আওয়ামী যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস্ পরশ বলেছেন শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে আগামী ৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে দলে দলে ধামরাইয়ের ভোট কেন্দ্রে গিয়ে নৌকা প্রার্থী আলহাজ্ব বেনজীর আহমদকে বিজয়ী করে মহান জাতীয় সংসদে পাঠান। উন্নয়নের স্বার্থে নৌকাকে ভোট দিন।

ধামরাইয়ে বেনজীর কে ভোট দিয়ে বিজয়ী করুন। তিনি সরকারে বিভিন্ন উন্নয়ন কর্মকান্ডের বিষয় তুলে ধরেন। এর ধারবাহিকতা বজায় রাখতে শেখ হাসিনার সরকার দরকার।যে যার মতন ভোট কেন্দ্রে যাবেন কেউ বাধা দিবো না। অংশ গ্রহন মুলক নির্বাচন হবে। এটাই গনতন্ত্র,যে যার মতে ভোট কেন্দ্রে যাবেন ,নিজের পছন্দ মত প্রার্থীকে ভোট দেবেন। প্রত্যেক নেতা কর্মীরা বিশ জন করে ভোটার নিয়ে যাবনে কেন্দ্রে ,তাহলে অংশ গ্রহন মুলক নির্বাচন পেতে পারি। এটাই গনতন্ত্র। জননেত্রী শেখ হাসিনা বলেছেন যেকোনো প্রকার হুরাহুরি সংঘাত হট্টগোল মারামারি পরিহার করতে হবে। উৎসবমূখর পরিবেশে ভোট অনুষ্ঠিত হবে। এই উৎসব মূখর পরিবেশের জন্য এমন কি বিএনপির ভোটারও ভোটে দিতে যাবে।

আমাদের কিছু আপত্তি আছে ,একটা সংগঠনের ব্যাপারে ,যারা ঐ বিএনপি জামাত যৃদ্ধাপরাধী দোসরদের ব্যাপারে,আমদের কোনো ছাড় নাই। যারা বাংলাদেশেরে ঐতিহ্যকে বিশ্বাস করেনা ,যারা রাজাকার আল শামস দের সাথে সখ্যতা । তাদের বাংলাদেশে নির্বাচন করার অধিকার নাই। নির্বাচন করতে হলে পাকিস্তানে গিয়ে নির্বাচন করুক। বাংলাদেশের মাটিতে তাদের রাজনীতি নিষিদ্ধ করা হরে।তিনি গতকাল রবিবার বিকেলে ঢাকা বিশ আসন ধামরাইয়ে নৌকা প্রার্থী বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ বেনজীর আহমদের নির্বাচনী পথ সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

রবিবার বিকেলে ধামরাই পৌর ঈদগাহ ময়দানে পৌর ও উপজেলা আওয়ামীলের নির্বাচনী পথ সভায় ধামরাই উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক ও ধামরাই পৌর মেয়র আলহাজ্ব গোলাম কবীব মোল্লার সভাপতিত্বে অনুষ্ঠিত এই নির্বাচনী পথ সভায় বক্তব্য রাখেন ধামরাইয়ে নৌকা প্রার্থী বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ বেনজীর আহমদ সহ অন্যান্য নের্তৃবৃন্দ। এই নির্বাচনী সভায় কয়েক হাজার নারী পুরুষ অংশ গ্রহন করেছে।

উপস্থিত বিভিন্ন শ্রেণী পেশার মানুষ ও ভোটারদের সাথে কথা বলে ধারনা করা হচ্ছে ধামরাইয়ে নৌকা প্রার্থী বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ বেনজীর আহমদের জয়ী হবার সম্ভাবনার কথা।তবে লড়াই হবে ধামরাই উপজেলা আওয়ামীগের সাংগঠনিক সম্পাদক সতন্ত্র ও কাচি মার্কা প্রার্থী মোহাদ্দেছ হোসেনের। এছাড়াও অপর উপজেলা আওয়ামীগের সভাপতি সতন্ত্র প্রার্থী সাবেক এমপি এমএ মালেক ট্রাক মার্কা নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন।

আরো রয়েছে জাতীয় পার্টির লাঙ্গল প্রতীকের সাবেক এ মপি ই¯্রাফিল খান খোকন সহ সাত জন। অন্য প্রার্থীদের তেমন কোনো প্রচার প্রচারনা নজরে পড়ে না।

(ডিসিপি/এএস/ডিসেম্বর ৩১, ২০২৩)