চুয়াডাঙ্গা প্রতিনিধি : চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার রাজাপুর সীমান্তে বিএসএফ এক বাংলাদেশীকে আটক করেছে। আটক ফিরোজ হোসেন (২৫) জীবননগর উপজেলার শিংনগর গ্রামের রায়হান মিয়ার ছেলে। সোমবার দুপুর তিনটায় বিএসএফ তাকে ভারতের গেদে আমবাগানে আটক করে।

চুয়াডাঙ্গা-৬ বিজিবি ব্যাটালিয়নের পরিচালক এস এম মনিরুজ্জামান জানান, ফিরোজ হোসেন অবৈধপথে ভারতে ঢুকে আনুমানিক ৬০০ বোতল ফেনসিডিলসহ সোমবার দুপুরে ফিরে আসছিল। ফিরোজ সীমান্তের ৭৪ নম্বর মেইন পিলারের কাছ দিয়ে বাংলাদেশে ঢোকার সময় চুয়াডাঙ্গা জেলার রাজাপুর বিওপি ক্যাম্পের বিজিবির টহলদল তাকে ধাওয়া করে।

এসময় ফিরোজ ফেনসিডিলসহ আবার ভারতের অভ্যন্তরে ঢুকে পড়ে এবং ধরা পড়ে বিএসএফের হাতে। ভারতের ১১৩ বিএসএফ ব্যাটালিয়নের সদস্যরা তাকে গেদে আমবাগান থেকে আটক করে নিয়ে যায়। ভারতে আটক বাংলাদেশী নাগরিক ফিরোজ হোসেনকে ফিরিয়ে আনার জন্য বিএসএফকে পতাকা বৈঠকের আমন্ত্রণ জানিয়েছে বিজিবি।

(জেএ/এএস/নভেম্বর ১০, ২০১৪)