বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি : পটুয়াখালীর বাউফলের প্রেমিক-যুগল আটকের ঘটনায় সংঘর্ষে মহিলাসহ কমপক্ষে ২৫ জন আহত হয়েছে। আহতদের ৯ জনকে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে। আজ সোমবার দুপুরে গুলিঠামুজ গ্রামে এ ঘটনা ঘটে। 

জানা গেছে, পাশের গলাচিপা উপজেলার চর বিশ্বাস এলাকার রাজেস্বর বালার ছেলে ঝুনু বালা (২৭) ও দশমিনার সানকিপুর গ্রামের দিনেশ চন্দ্র ব্যাপারির মেয়ে শ্যামলী রানী ব্যাপারী (১৪) নামে প্রেমিক-যুগল গুলিঠামুজ গ্রামের এক আত্বিয়ের শ্রাদ্ধ অনুষ্ঠান থেকে পালিয়ে পাশের মহেন্দ্র বিশ্বাসের বাড়িতে লুকিয়ে প্রেমকরার সময় স্থানীয় কয়েকজনের হাতে ধরা পরে। খবর ছড়িয়ে পড়লে আত্মীয়-স্বজনসহ শ্রাদ্ধ অনুষ্ঠান থেকে অর্ধশতাধিক লোক লাঠিসোটা ও দেশি অস্ত্র নিয়ে তাদেরকে উদ্ধারে ওই বাড়ি ছুটে যায়। এ সময় দু’গ্রুপের মধ্যে ব্যাপক সংঘর্ষ বাধে। এতে মহিলাসহ কমপক্ষে ২৫ জন আহত হয়। আহতদের মধ্যে লিপি বালা (২০), ভবরঞ্জন (২৪), রাজেস্বর (৪৪), আরিফ (২২), রাশেল (১৮), নিজাম (১৫), বাদশ গাজী (৪৫), কবির মৃধা (২৮), মোশারফ (৩০) নামে ৯জনকে আশঙ্কাজনক অবস্থায় বাউফল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এ ব্যাপারে বাউফল থানার ওসি নরেশ চন্দ্র কর্মকার বলেন, ‘সংঘর্ষে তিন জন আহত হয়েছে। ঘটনাস্থলে পুলিশ রয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে।’

(এমএবি/এএস/নভেম্বর ১০, ২০১৪)