শেরপুর প্রতিনিধি : বিসিবি’র বিভাগীয় অনুর্ধ-১৮ বয়সভিত্তিক ক্রিকেট প্রতিযোগিতা ১০ নভেম্বর সোমবার শেরপুর শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতি স্টেডিয়ামে শুরু হয়েছে। উদ্বেধনী খেলায় ময়মনসিংহ জেলা দল ১৬৩ রানে গাজীপুর জেলা দলকে পরাজিত করেছে। সকালে টস জিতে ময়মনসিংহ জেলা দল নির্ধারিত ৪৫ ওভারে ৮ উইকেটে ২১৩ রান করে। জবাবে গাজীপুর জেলা দল ২৬.১ ওভারে ৫০ রানে অলআউট হয়। ময়মনসিংহের লিয়ন ব্যাট হাতে অপরাজিত ৮০ রান এবং ৭ ওভার বোলিং করে ১৪ রানে ৩ উইকেট লাভ করে।

শেরপুরের জেলা প্রশাসক মোহাম্মদ জাকীর হোসেন প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে সকাল ৯ টায় এ খেলার উদ্বোধন করেন। এ সময় ক্রীড়া সংস্থার অন্যান্য কর্মকর্তাসহ খেলোয়াড়বৃন্দ উপস্থিত ছিলেন।

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ব্যবস্থাপনায় শেরপুর জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে ঢাকা বিভাগীয় ভেন্যু (নর্থ) শেরপুর শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতি স্টেডিয়ামে ময়মনসিংহ, গাজীপুর, জামালপুর, মানিকগঞ্জ ও নেত্রকোনাসহ ৫টি জেলা দল অংশগ্রহণ করছে।

সংক্ষিপ্ত স্কোর : ময়মনসিংহ জেলা-২১৩/৮, ৪৫ ওভার (লিয়ন ৮০*, কাউসার ২৯, মেহেদী ২৭, অতি: ৩৮, কামরুল হাসান ৩/৪৯), গাজীপুর জেলা-৫০/১০, ২৬.১ ওভার ( রুহুল আমিন ১৪, অতি: ১৩, তন্ময় ৩/১৩, লিয়ন ৩/১৪)। ময়মনসিংহ জেলা ১৬৩ রানে জয়ী।


(এইচবি/এএস/নভেম্বর ১০, ২০১৪)