নবী নেওয়াজ, পাবনা : মহামান্য রাষ্ট্রপতির উপহার পাবনার ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ এড‌ওয়ার্ড কলেজের শিক্ষার্থীদের জন্য দুটি বাস হস্তান্তর করলেন রাষ্ট্রপতি পুত্র বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব বাংলাদেশ আওয়ামীলীগের সাংস্কৃতিক বিষয়ক উপ কমিটির সদস্য আরশাদ আদনান রনি। 

আজ বুধবার দুপুরে কলেজের অধ্যক্ষ প্রফেসর ড মো মাহবুব সরফরাজ এর সভাপতিত্বে এই হস্তান্তর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা পরিষদ চেয়ারম্যান আ স ম আবদুর রহিম পাকন, প্রেসক্লাবের সভাপতি এ বি এম ফজলুর রহমান, সাবেক সভাপতি প্রফেসর শিবজিত নাগ, বীর মুক্তিযোদ্ধা বেবী ইসলাম, বীর মুক্তিযোদ্ধা কমান্ডার হাবিবুর রহমান হাবিব, এড‌ওয়ার্ড কলেজের উপাধ্যক্ষ প্রফেসর আব্দুল আওয়াল, শিক্ষক পরিষদের সম্পাদক প্রফেসর মাহবুব হান্নান। এছাড়াও পাবনা জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মীর রাবিউল ইসলাম সীমান্ত, জেলা ছাত্রলীগের সাবেক উপপ্রচার সম্পাদক ইমরুল হাসান রন্টি সহ স্থানীয় আওয়ামীলীগ নেতৃবৃন্দ সহ এড‌ওয়ার্ড কলেজের অগনিত শিক্ষক শিক্ষার্থী বৃন্দ।

অনুষ্ঠানে বক্তব্য প্রদান কালে রাষ্ট্রপতি পুত্র বলেন পাবনাবাসীর প্রানের দাবি ইছামতী পূন‌রুদ্ধারের দায়িত্ব বাংলাদেশ সেনাবাহিনীকে দেয়া হয়েছে। অদূর ভবিষ্যতে পাবনা একটি উন্নত শহরে হবে বলে তিনি অভিমত ব্যক্ত করেন।

(এন/এসপি/জানুয়ারি ০৩, ২০২৪)