রঘুনাথ খাঁ, সাতক্ষীরা : সাতক্ষীরা সদরের ভবানিপুরে লাঙ্গলের কর্মী আফজারুল হককে বেধড়ক পিটিয়ে ও কুপিয়ে আহত করেছে ঈগল প্রতীকের স্বতন্ত্র প্রার্থী এমপি রবির কর্মী সমর্থকরা।

গত বৃহস্পতিবার রাত ৯টার দিকে ভবানীপুরে ৮-১০ জনের একটি বাহিনী তাকে মারপিট করে। আহতকে উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আহতের স্বজনরা জানায়, শহরের আমতলা মোড়ে লাঙলের জনসভা শেষে বৃহস্পতিবার রাত ৯ টার দিকে বাড়ি ফেরার পথে ভবানীপুর মোড়ে ঈগল সমর্থকরা অতর্কিতভাবে তার উপর হামলা চালায়।

এখবর ছড়িয়ে পড়লে হাসপাতালে আহতের খোঁজখবর নিতে হাজির হন লাঙ্গলের প্রার্থী আশরাফুজ্জামান আশু, জেলা আওয়ামীলীগের সহসভাপতি আবু আহমেদ ও যুগ্ম সাধারণ সম্পাদক আসাদুজ্জামান বাবু সহ মহাজোট নেতাকর্মীরা। তারা শান্তিপূর্ণ নির্বাচনের পরিবেশ নষ্টে জড়িতদের গ্রেফতারের দাবি জানান।

সাতক্ষীরা পুলিশ সুপার মতিউর রহমান সিদ্দিকী জানান, ঘটনায় যারাই জড়িত থাকুক তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

(আরকে/এসপি/জানুয়ারি ০৫, ২০২৪)