সরদার শুকুর আহমেদ, বাগেরহাট : বাগেরহাটের ফকিরহাট উপজেলার একটি বাগান থেকে অজ্ঞাত পরিচয়ের এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তার বয়স আনুমানিক ৩৫বছর। আজ শুক্রবার বিকেলে খুলনা-মোংলা মহাসড়কের উপজেলার শ্যামবাগাত এলাকার মুরারী নাথের বাঁশ বাগান থেকে ওই নারীর মরদেহ উদ্ধার করা হয়েছে।

ফকিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আশরাফুল আলম জানান, শুক্রবার দুপুর আড়াইটার দিকে বাগানে অন্য সাথীদের সাথে খেলার সময় এক শিশু ওই নারীর মরদেহ চাদর দিয়ে ঢাকা অবস্থায় বাগানের একটি গর্তে দেখতে পায়। এসময় সে ভয় পেয়ে চিৎকার দিলে স্থানীয়রা ঘটনাস্থলে ছুটে আসে। খবর পেয়ে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে। অজ্ঞাত ওই নারীর পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। মৃত্যুর সঠিক কারন জানতে মরদেহ ময়না তদন্তের জন্য বাগেরহাট জেলা ২৫০ বেড হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

(এস/এসপি/জানুয়ারি ০৫, ২০২৪)