টাঙ্গাইল প্রতিনিধি : টাঙ্গাইলের নাটিয়াপাড়া এলাকায় নাহিয়ান ফিলিং স্টেশনে দাঁড়িয়ে থাকা অবস্থায় আগুন লেগে পুড়ে গেছে তেলবাহী একটি লরি।

মঙ্গলবার সকাল সাড়ে নয়টার দিকে এ ঘটনা ঘটে। এ ঘটনায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে প্রায় এক ঘণ্টা যান চলাচল বন্ধ রাখা হয়।
টাঙ্গাইল ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ পরিচালক আবু জাফর জানান, তেলভর্তি লরিটি ফিলিং স্টেশনে দাঁড়িয়ে থাকা অবস্থায় আরেকটি গাড়ি ধাক্কা দিলে লরির গ্যাস সিলিন্ডার বিস্ফোরিত হয়ে আগুন ধরে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
তিনি বলেন, দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনায় বড় ধরনের দুর্ঘটনা এড়ানো গেছে। এ ঘটনায় কেউ হতাহত হননি। তবে তেলবাহী লরিটি পুড়ে গেছে।

(ওএস/এইচআর/নভেম্বর ১১, ২০১৪)