রাজন্য রুহানি, জামালপুর : জামালপুর সদর উপজেলার বাদেচান্দি এলাকায় খালেদা খানম খুশি (৪০) নামে এক স্কুলশিক্ষিকার মৃত্যু হয়েছে। স্কুলে যাবার পথে  স্বামীর চালিত মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।

বৃহস্পতিবার (১১ জানুয়ারি) সকাল সাড়ে ৯টার দিকে রানাগাছা ইউনিয়নের বাদেচান্দি বরকতের রাইস মিল এলাকায় মোটরসাইকেল থেকে পড়ে তাঁর মৃত্যু হয়।

নিহত ওই শিক্ষিকা সদর উপজেলার শ্রীপুর ইউনিয়নের শ্রীপুর কুমারিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা। তিনি ওই এলাকার টিপিএস সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মঞ্জুরুল হক রিপনের স্ত্রী। তারা দীর্ঘদিন ধরে জামালপুর শহরে ভাড়া বাসায় বসবাস করতেন।

নিহত স্কুলশিক্ষিকার স্বামীর বড় ভাই নাজমুল হুদা মিঠু জানান, প্রতিদিনের মতো শহর থেকে সকালে ছোট সন্তানসহ তারা স্বামী-স্ত্রী মোটরসাইকেলযোগে স্কুলে যাচ্ছিলেন। তারা দুজন একই এলাকায় দুই সরকারি প্রাথমিক বিদ্যালয়ে চাকরি করেন। তাঁরা বাদেচান্দি এলাকায় পৌঁছলে মোটরসাইকেলের সামনে কুকুরের বাচ্চা দৌড় দেয়। স্বামীর মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারালে পেছন থেকে ছিটকে পড়ে যান খালেদা খানম খুশি। এতে তিনি মাথায় মারাত্মক আঘাত পান। তাকে উদ্ধার করে নান্দিনা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে সদর উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. জুয়েল আশরাফ জানান, এ ঘটনায় আমরা শোকাহত। শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাই।

দুর্ঘটনার বিষয়ে জানতে চাইলে সদর থানার ওসি (ভারপ্রাপ্ত কর্মকর্তা) মো. মহব্বত কবীর জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

(আরআর/এএস/জানুয়ারি ১১, ২০২৪)