সরদার শুকুর আহমেদ, বাগেরহাট : বঙ্গবন্ধু পরিবারের তৃতীয় প্রজন্ম বাগেরহাট ২ আসনের এমপি শেখ তন্ময় বলেছেন, বাগেরহাট সদর ও কচুয়ার ভোটারা টানা দ্বিতীয়বার নির্বাচিত করায় তাদের আমি ধন্যবাদ জানাচ্ছি, অতীতের মতো মানুষের পাশে থেকে এলাকার সার্বিক উন্নয়নের ধারা অব্যাহত রাখার পাশাপশি প্রধানমন্ত্রীর স্মার্ট বাংলাদেশ গড়ার প্রত্যয়ই হচ্ছে বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়ার স্বপ্ন। বঙ্গবন্ধুর সেই স্বপ্ন বাস্তবায়নে দলের একজন এমপি হিসেবে অবদান রাখবো।

বৃহস্পতিবার দুপুরে এলাকার উন্য়ন নিয়ে এমপি শেখ তন্ময় আরও জানান, বাগেরহাটের মানুষ যাতে করে কৃষিসহ সার্বিক অর্থনৈতিক কর্মকান্ডে আরো বেশী সম্পৃক্ততার পাশাপাশি এলাকার শিক্ষিত বেতার যুবক-যুবতীদের সম্পদে রূপান্তর করতে টেকনিকাল ইন্টিটিউট স্থাপনের কাজ চলছে। নারীদের আর্থসামাজিক উন্নয়নে কাজ করা হচ্ছে।

বাগেরহাটে আইটি সেক্টরকে এগিয়ে নিতে গোটাপাড়ায় শেখ কামাল আইটি এন্ড ইনকিউডেশন সেন্টার নির্মান কাজ প্রক্রীয়াধীন রয়েছে। কিডনি ডায়ালাইসিস সেন্টার ও এলাকায় আর্সেনিকমুক্ত খাবার পানি সরবরাহ প্রকল্প গ্রহন করা হয়েছে। এছাড়াও পুটিমারী নদী শাসন, শহররক্ষা বাঁধ প্রশস্থকরণ ও সৌন্দর্যবর্ধনের কাজও একনেকে পাঠানো হয়েছে। ভৈরব নদীর যাত্রাপুর-পানিঘাট এলাকায় ব্রীজ নির্মাণের সাম্ভাব্যতা যাচায়ের কাজও চলমান রয়েছে।

(এসএসএ/এএস/জানুয়ারি ১১, ২০২৪)