স্টাফ রিপোর্টার, টাঙ্গাইল : বঙ্গবন্ধু পরিবারের স্বজন টাঙ্গাইল-৬ আসনের এমপি ও গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বাণিজ্য মন্ত্রণালয়ের সদ্য নিযুক্ত প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু  বলেছেন, টাঙ্গাইল ৬ সংসদীয় আসনের ভোটারগণ টানা দ্বিতীয়বার আমাকে নির্বাচিত করায় আমি তাদের ধন্যবাদ জানাচ্ছি, অতীতের মতো মানুষের পাশে থেকে এলাকার উন্নয়নের পাশাপাশি দায়িত্ব প্রাপ্ত বাণিজ্য মন্ত্রণালয়ের সার্বিক উন্নয়ন ধারা অব্যহত রেখে মাননীয় প্রধানমন্ত্রীর 'স্মার্ট বাংলাদেশ' গড়ার প্রত্যয়ই হচ্ছে বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়ার স্বপ্ন। বঙ্গবন্ধুর সেই স্বপ্ন বাস্তবায়নে দলের একজন এমপি ও প্রতিমন্ত্রী  হিসেবে স্মার্ট বাংলাদেশ গড়তে অবদান রাখবো।

উল্লেখ্য, বৃহস্পতিবার (১১ জানুয়ারি) সন্ধ্যা সোয়া ৭টার দিকে বঙ্গভবনে রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন প্রথমে ২৫ জন মন্ত্রী ও পরে ১১ জন প্রতিমন্ত্রীকে শপথবাক্য পাঠ করান। সাংবিধানের ৫৬ অনুচ্ছেদের ২ ধারা অনুযায়ী মন্ত্রী ও প্রতিমন্ত্রীরা এ শপথ নেন।

প্রথমে মন্ত্রী ও প্রতিমন্ত্রী হিসেবে পরে গোপনীয়তার শপথ পড়ান রাষ্ট্রপতি।

এর আগে প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রী হিসেবে শেখ হাসিনা পঞ্চমবারের মতো শপথ নিলেন। এর মধ্যে দিয়ে আনুষ্ঠানিকভাবে টানা চতুর্থবারের মতো সরকার গঠিত হলো বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে নেতৃত্ব দেওয়া আওয়ামী লীগের নেতৃত্বে।

শপথ অনুষ্ঠানটি পরিচালনা করেন মন্ত্রিপরিষদ সচিব মো. মাহবুব হোসেন। অনুষ্ঠানে স্পিকার শিরীন শারমিন চৌধুরী, প্রধান বিচারপতি ওবায়দুল হাসানসহ বিশিষ্টজনরা উপস্থিত আছেন।

এর আগে গতকাল বুধবার (১০ জানুয়ারি) সচিবালয়ে এক প্রেস ব্রিফিংয়ে মন্ত্রিপরিষদ সচিব মো. মাহবুব হোসেন মন্ত্রী ও প্রতিমন্ত্রীদের তালিকা প্রকাশ করেন। মন্ত্রিপরিষদ বিভাগ থেকে নিয়োগ পাওয়া মন্ত্রী ও প্রতিমন্ত্রীদের দপ্তর বণ্টন করে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

(এসএম/এসপি/জানুয়ারি ১২, ২০২৪)