আঞ্চলিক প্রতিনিধি, বরিশাল : বরিশালের গৌরনদী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা গরিবের ডাক্তার খ্যাত প্রয়াত ডাঃ পঞ্চম মৃত্যুবার্ষিকী শুক্রবার পালিত হয়েছে। এ উপলক্ষে উপজেলার মাহিলাড়া ইউনিয়ন পরিষদের আয়োজনে বিল্বগ্রাম হাটে দাস রনবীরের মুর‌্যাল ও তার নামে প্রতিষ্ঠিত স্মৃতিফলকে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করা হয়। পরে ডাঃ দাস রনবীরের বিদেহী আত্মার শান্তি কামনায় এক মিনিট নীরবতা পালন করা হয়েছে।

এসময় অনুষ্ঠিত সংক্ষিপ্ত শোকসভার সভাপতি ও গরিবের ডাক্তারের বাল্যবন্ধু মাহিলাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সৈকত গুহ পিকলু স্মৃতিচারণ করে বক্তব্য রাখেন। সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, দাস রনবীরের সহধর্মীনি জয়িতা রায় তমা, ভাই অনুপ কুমার দাস, বীর মুক্তিযোদ্ধা শান্তি রঞ্জন কর, ইউপি সদস্য মিজানুর রহমান, নুর আলম সরদার, নাজমা আক্তার প্রমুখ।

উল্লেখ্য, বৃহত্তর বরিশাল জেলার মধ্যে একমাত্র চিকিৎসক ডাঃ দাস রনবীর অসহায়-দরিদ্রদের বিনামূল্যে চিকিৎসা সেবা দিয়ে গরীবের ডাক্তার হিসেবে ব্যাপক সুনাম অর্জন করেছিলেন।

(টিবি/এএস/জানুয়ারি ১৩, ২০২৪)