টাঙ্গাইল প্রতিনিধি : গাজীপুরের কোনাবাড়ি থেকে অপহরনের তিনদিন পর গার্মেন্টস কর্মী মোবারক হোসেনকে উদ্ধার করেছে টাঙ্গাইল গোয়েন্দা পুলিশ। এসময় পাঁচ অপহরনকারীকেও গ্রেফতার করা হয়।

বুধবার রাত সাড়ে ১০টায় শহরের বেবী স্ট্যান্ড এলাকা থেকে তাদের গ্রেফতার ও অপহৃতকে উদ্ধার করা হয়।

অপহৃত মোবারক হোসেনের বাড়ি টাঙ্গাইলের ধনবাড়ীতে। সে গাজীপুরের এস কে টেক্স গার্মেন্টসে চাকুরী করত। গ্রেফতারকৃতরা হচ্ছেন, টাঙ্গাইল সদর উপজেলার ধুলেরচর গ্রামের জয়নাল আবেদীন, আব্দুল লতিফ, আব্দুর রহিম, চরপৌলী গ্রামের ফজলুল হক ও কালিহাতী উপজেলার বল্ল্যা গ্রামের দিলীপ সূত্রধর।


টাঙ্গাইল গোয়েন্দা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) চন্দন কুমার চক্রবর্তী জানান, গত ২৮ এপ্রিল গার্মেন্টস ছুটি হওয়ার পর মোবারক কোনাবাড়ি তার ভাড়া বাসায় ফিরছিল। এসময় মোবারকে অপহরনকারীরা জোরপূর্বক একটি মাইক্রোবাসে উঠিয়ে নিয়ে টাঙ্গাইল নিয়ে আসে। এর পর অপহরনকারীরা মোবারকের স্ত্রীর মোবাইলে ফোন করে দুই লাখ টাকা মুক্তিপণ দাবি করে।


সেই সাথে দাবিকৃত টাকা না দেওয়া হলে হত্যা করে লাশ গুম করার হুমকি দেয়। পরে গত ৩০ এপ্রিল মোবারকের স্ত্রী ধনবাড়ী থানায় একটি সাধারন ডায়রী করে। ওইদিন রাতে মোবাইল টেকিংএর মাধ্যমে শহরের বেবী ষ্ট্যান্ড এলাকা থেকে পাঁচ অপহরনকারীকে গ্রেফতার ও অপহৃত মোবারককে উদ্ধার করা হয়।

(এনইউ/এলএস/মে ০১, ২০১৪)