রায়পুর (লক্ষ্মীপুর) প্রতিনিধি : লক্ষ্মীপুরের রায়পুরে যুবলীগের ৪২তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে দলীয় পতাকা উত্তোলন, কেক কাটা, বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভার মাধ্যমে দিবসটি উদযাপন করা হয়।

মঙ্গলবার দুপুরে বিশাল র‌্যালি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা অডিটরিয়ামের কেকে কেটে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা যুবলীগ আহ্বায়ক কামরুল হাসান রাছেলের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন- উপজেলা চেয়ারম্যান মাষ্টার আলতাফ হোসেন হাওলাদার উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক হাজী ইসমাইল হোসেন খোকন, কাজী জামশেদ কবির বাক্কী বিলাহ্, কাজী নাজমুল কাদের গুলজার, এড. ইউসুফ জালাল কিছমত, শাহাজান কামাল, যুবলীগনেতা আবুসাঈদ চৌধুরী সাকিল, কৌশিক আহম্মেদ সোহেল, এবিএম শাহাজালাল রাহুল, আক্তারুজ্জামান, হামিদুর রহমান, ফরিদ উদ্দিন হাওলাদার, শাহাব উদ্দিন ফারুকুর রশিদ হাওলদার ও পৌর ছাত্রলীগের সভাপতি সৌহরাব মিশরী প্রমুখ।

প্রতিষ্ঠা বার্ষিকীর সমাবেশে বক্তারা বলেন, যুবলীগের ইতিহাস অপশক্তির অপরাজনীতির বিরুদ্ধে সংগ্রামের ইতিহাস। বঙ্গবন্ধুর আদর্শ বাস্তবায়নে যুবলীগের সংগ্রাম অব্যহত রয়েছে। যে স্বপ্ন নিয়ে প্রখ্যাত সাংবাদিক ও মুক্তিযুদ্ধের সংগঠক শেখ ফজলুল হক মনি যুবলীগের অগ্রযাত্রা শুরু করেছিলেন। সেই পথেই জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে যুবলীগ এগিয়ে যাচ্ছে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা প্রতিষ্ঠায়।

বক্তারা আরো বলেন, বিএনপি ও জামায়াত জোট পরিকল্পিতভাবে দেশে নৈরাজ্য সৃষ্টি করছে। দেশের গণতান্ত্রিক পরিবেশ বিনষ্ট করতে ধ্বংসাত্মক কর্মকান্ডে মেতে উঠেছে ৭১’র পরাজিত শক্তি। জামায়াত শিবির ও তাদের দোসরদের অপরাজনীতি মোকাবেলায় রাজপথে যুবলীগ দেশপ্রেমিক যুবসমাজকে নিয়ে প্রতিরোধ গড়তে প্রস্তুত রয়েছে।

(এঅারএস/এটিআর/নভেম্বর ১১, ২০১৪)