অরিত্র কুণ্ডু, ঝিনাইদহ : ঝিনাইদহে বোরো মৌসুমে ঘন কুয়াশায় নষ্ট হয়ে যাচ্ছে ধানের বীজতলা। গত কয়েকদিনের শৈতপ্রবাহের ফলে আবাদ ব্যাহত হওয়ায় লোকসানের দুশ্চিন্তায় দিশেহারা হয়ে পড়েছেন কৃষকরা। এ ছাড়া তীব্র শীতের কারণে শ্রমিক সংকটেও ব্যাহত হচ্ছে বোরোর আবাদ।



জানা গেছে, এ বছর বোরো মৌসুমে ৪ হাজার ৫ শত ১৩ হেক্টর জমিতে বোরো ধানের বীজতলার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হলেও ঘন কুয়াশায় লক্ষ্যমাত্রা পূরণে তা প্রস্তুত করা সম্ভব হচ্ছে না। তাছাড়া মৌসুমের শুরুতেই একদিকে যেমন ধানের বীজ, সার, ডিজেলের দাম বেড়ে গেছে। অন্যদিকে ঘন কুয়াশায় ধানের বীজতলা নষ্ট হওয়ায় মাথায় হাত পড়েছে কৃষকের।

কৃষকরা জানান, গত কয়েকদিন ধরে শৈত্যপ্রবাহের ফলে শ্রমিক সংকটে বোরো ধান আবাদ ব্যাহত হচ্ছে। এ ছাড়া বেড়েছে সার ও ডিজেলের দাম। বোরো ধানের বীজতলা নিয়ে চিন্তায় আছেন তারা।

ঝিনাইদহ কৃষি সম্প্রসারণ অধিদফতরের উপপরিচালক মো. আজগর আলী জানান, ঘন কুয়াশা থেকে ধানের বীজতলা রক্ষায় কৃষকদের কারিগরি পরামর্শ প্রদানসহ সব ধরনের সহযোগিতা করা হচ্ছে। ঝিনাইদহ জেলায় এ বছর ৭৪ হাজার ৫৩৫ হেক্টর জমিতে বোরো ধান আবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।

(একে/এএস/জানুয়ারি ১৪, ২০২৪)